আদানি গ্রুপের সঙ্গে করা সব চুক্তি তদন্তে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের


ইত্তেহাদ নিউজ,ঢাকা : বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা সব চুক্তির পুনর্মূল্যায়ন ও তদন্ত করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জ্বালানি ও খনিজ সম্পদ সচিবকে এ নির্দেশ দেয়া হয়েছে।কমিটিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের রাখতে বলা হয়েছে।সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল কাইয়ুমের জনস্বার্থে করা একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেয় হাইকোর্ট।মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেন।কমিটি গঠনের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে এক মাস সময় দিয়েছে আদালত। একইসাথে দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
একইসঙ্গে বিদ্যুৎ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে চুক্তিতে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খুঁজে বের করতে সংশ্লিষ্ট সংস্থাকে দিয়ে তদন্ত করতে এবং তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে।
সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সময়ের মধ্যে চুক্তি সম্পাদনের প্রক্রিয়া সংক্রান্ত নথি ও দাখিল করতে হবে। এছাড়া অসম চুক্তি বাতিল করতে, কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।