ইত্তেহাদ নিউজ, রাজাপুর :
হেলথ ক্লাবের অবহিতকরণ, যৌন হয়রানী প্রতিরোধ কমিটি ও অভিভাবক সভার মাধ্যমে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার প্রেমহার মাধ্যমিক বিদ্যালয়ে এ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। ২১'নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত তিন বিষয়ের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারীপক্ষের সিনিয়র প্রোজেক্ট অফিসার তাহসিন রহমান।
আর,এইচ,আর,এন প্রকল্পের আওতায় কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায়, হেলথ ক্লাবের ও যৌন হয়রানী প্রতিরোধে মায়ের করণীয় বিষয়ে এ সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন দিক নিয়ে ধারনা দেন প্রকল্প সিনিয়র অফিসার। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন মিয়া ,এসময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন ও নারীপক্ষের জেলা প্রতিনিধি সৈয়দ হোসাইন আহমেদ কামাল, প্রেম হার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সমাবেশে শতাধিক অভিভাবক মায়েরা উপস্থিত ছিলেন। এছাড়াও হেলথ ক্লাবের সদস্যদের নিয়ে অবহিতকরণ ও যৌন হয়রানী প্রতিরোধ কমিটির সাথে আলাদা আলাদা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত