বরিশাল অফিস : বরিশালের দুই মামলায় শেখ হাসিনার ফুফাতো ভাই ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈন উদ্দিন আবদুল্লাহর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রবিবার (২৪ নভেম্বর) বিকালে বরিশাল তৃতীয় বিচারিক আদালতের বিচারক নুরুল আমিন এ আদেশ দেন।
মঈন একজন ব্যবসায়ী ও বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি)।বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এনামুল ইসলাম বলেন, ‘যুবদল নেতা শামীম হত্যা মামলায় গত ২৬ অক্টোবর রাতে গুলশান থেকে মঈনকে গ্রেপ্তার করা হয়। তিনি কাশিপুর কারাগারে ছিলেন। তার বিরুদ্ধে বরিশালে দুটি মামলা থাকায় রবিবার তৃতীয় বিচার আদালতে হাজির করে জামিন চাওয়া হয়েছিল।’
বরিশাল আদালতের পরিদর্শক নাজমুল নিশাত বলেন, ‘মঈনের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় বিএনপির করা পৃথক দুটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বরিশাল আদালতে হাজির করা হয়।’ গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর দেশের একাধিক থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান তিনি।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত