ইত্তেহাদ নিউজ,পিরোজপুর: পিরোজপুরের স্বরূপকাঠিতে ফেসবুকে শেখ হাসিনার ছবিতে হা হা রিঅ্যাক্ট দেওয়ার ঘটনায় ছাত্রলীগের ক্যাডাররা পিটিয়েছে ছাত্রদলের তিন কর্মীকে। রোববার সকালে জুলুহার বাজারে এ হামলার ঘটনা ঘটে।আহত ছাত্রদল কর্মী মো. হাসান, মো, সিয়াম এবং রিয়ানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
হামলায় আহত ছাত্রদল কর্মী সিয়াম শেখ অভিযোগ করে বলেন, জুলুহার গ্রামের আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানের ছেলে রিয়াদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেখ হাসিনার ছবি পোস্ট করেন। সেই ছবিতে তারা ছাত্রদল কর্মীরা হা হা রিঅ্যাক্ট দেয়। সেই কারণে জুলুহার বাজারে রিয়াদ, সিয়াম, ফারজের নেতৃত্বে ছাত্রলীগের ১০-১২ জন লোহার রড দিয়ে তাদের ওপর হামলা চালায়।
অভিযোগের বিষয়ে জানার জন্য অভিযুক্তদের মোবাইল ফোনে কল দিলেও বন্ধ পাওয়া যায়।
সমুদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন বলেন, তারা ক্ষমতায় না থেকেও আমাদের ছাত্রদলের ওপর হামলা চালাচ্ছে। ক্ষমতায় থাকাকালীন গোটা ইউনিয়নে রিয়াদ ও তার বাহিনী সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। আইনের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
সমুদয়কাঠি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির বলেন, রোববার সকালে জুলুহার বাজারে দুই গ্রুপে মারামারি করেছে বলে শুনেছি।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত