ইত্তেহাদ নিউজ,ঢাকা : বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার এবং আদালতে জামিন না মঞ্জুরের ঘটনায় প্রতিবেশি রাষ্ট্র ভারতের বিবৃতি বাংলাদেশের নজরে এসেছে। বাংলাদেশ মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে এক বিবৃতিতে বলেছে যে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিবৃতি প্রকাশ করেছে, যেখানে ভুল তথ্য উল্লেখ করা হয়। ভারতের এই বিবৃতি বাংলাদেশকে আহত করেছে। বাংলাদেশ মনে করে যে ভারতের এমন বিবৃতি দুই দেশের মধ্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার পক্ষে কাজ করে না।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে মন্তব্য করেছে। বিষয়টি বাংলাদেশের নজরে এসেছে। চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয় কিন্তু ভারতের বিবৃতিতে তা ভুলভাবে ব্যাখ্যা করা হয়, যা অত্যন্ত দুঃখজনক। ভারতের এমন বিবৃতি বন্ধুত্বসুলভ সম্পর্কের পরিচয় বহন করে না। ভারতের এই বিবৃতি দুই দেশের সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির ধারা রক্ষায় অন্তরায়।
বাংলাদেশে সকল ধর্মের মানুষ নিজেদের ধর্মীয় আচার পালনসহ সকলেই যাতে মুক্তভাবে যাতে কথা বলতে পারে সেই পরিবেশ রক্ষায় বাংলাদেশ সরকার বদ্ধপরিকর। সকল নাগরিকের নিরাপত্তা, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের প্রতি বাংলাদেশ সরকারের বিশেষ নজর রয়েছে। যা গতমাসে দূর্গাপূজা পালনের মধ্য দিয়ে তা আবারো প্রমাণিত হয়েছে।
আরো জানিয়েছে, বাংলাদেশ সরকার আবারো বলতে চায় যে বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন এবং বিচার প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করা হয় না। এই সময়ে মৃত্যু নিয়ে যে প্রশ্ন উঠেছে তা আদালতে বিচারাধীন। দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর। চট্টগ্রামে মঙ্গলবার দুপুরে আইনজীবি সাইফুল ইসলাম আলিফকে নৃসংসভাবে হত্যার ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগগ প্রকাশ করছে। কর্তৃপক্ষ বন্দর নগরীর নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নিয়েছে এবং যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা হবে।
এর আগে মঙ্গলবার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং আদালতে জামিন না মঞ্জুরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে এক বিবৃতি প্রকাশ করেছে প্রতিবেশি দেশ ভারত।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত