সাড়ে ৪ মাস পর আন্দোলনে নিহত রাকিবের মরদেহ উত্তোলন


ইত্তেহাদ নিউজ,ঢাকা : সাড়ে চার মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বরিশালের বানারীপাড়ার সদর ইউনিয়নের জম্বদ্বীপ গ্রামের রাকিব বেপারীর (২১) মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে তার মরদেহ উত্তোলন করা হয়। বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজিদ উর রহমানের নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সিআইডির ইন্সপেক্টর মো. জয়নাল আবেদীন, বানারীপাড়া থানার উপপরিদর্শক মো. নুরুল ইসলাম ও শফিকুল ইসলামের উপস্থিতিতে কবর খুঁড়ে রাকিবের মরদেহ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ উর রহমান বলেন, গার্মেন্টসকর্মী রাকিব বেপারী জুলাই গণ-অভ্যুত্থানে নিহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়ার জন্য কবর থেকে তার মরদেহ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে রাকিবের মরদেহ ফের দাফন করা হবে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সিআইডির ইন্সপেক্টর মো. জয়নাল আবেদীন বলেন, রাকিবের মৃত্যুর কারণ উদঘাটনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হচ্ছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।