বাংলাদেশ ঢাকা

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি: ফ্যাসিস্ট ব্যবস্থাপনা পরিচালকের মেয়াদ বাড়ানোর অপচেষ্টা

IMG 20241130 WA0047
print news

ইত্তেহাদ নিউজ,ঢাকা:
সাবেক বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদের স্নেহধন্য ও ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট পানি-বিদ্যুৎ প্রকৌশল পরিষদ তথা বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নেতা কাজী আবসার উদ্দীন আহমেদ নানা নাটকীয়তায় ২০২৩ সালের ৭ মে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিতে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। তিনি রাজশাহী অঞ্চলের ভোটারবিহীন সরকারের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার ভাগিনা ও আওয়ামী পরিবারের সদস্য।
আবসার উদ্দিন আহমেদ ফ্যাসিস্ট সরকারের ছত্রছায়ায় নিয়োগ পেয়ে- প্রথমবারের মেধাক্রমে তার উপরের স্থানে থাকা নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির কর্মকর্তাসহ সৎ ও দক্ষ জ্যেষ্ঠ কর্মকর্তাগণকে তার চুক্তি নবায়নের পথে প্রতিবন্ধকতা মনে করে নানাবিধ হয়রানি করেন।
অনুসন্ধান করে জানা যায়, প্রথমবারের নিয়োগ প্রক্রিয়ায় মেধাক্রমে তার উপরে থাকা একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সম্পূর্ণ বিনা কারণে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে ঢাকায় দীর্ঘদিন ক্লোজ করে রাখেন। এটি ভবিষ্যতে তার নিজের চুক্তি নবায়নের পথে প্রতিবন্ধকতা দূর করার অপকৌশল হিসেবে দেখা হয়। তার অহেতুক হয়রানির কারণে পরবর্তীতে ওই কর্মকর্তা নিজ যোগ্যতায় অন্য প্রতিষ্ঠানে উচ্চপদে যোগদান করেন।

ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি
তথ্যমতে, কোম্পানিতে নতুন প্রকল্প না থাকায় অবৈধ আয়ের পথ সংকুচিত হওয়ায় আবসার উদ্দীন আহমেদ হতাশ হয়ে পড়েন। তবে, কোম্পানিতে যোগদান করেই তিনি নিজের জন্য একটি এবং পরিবারের ব্যবহারের জন্য দুইটি গাড়ি বরাদ্দ নেন। একমাত্র চলমান প্রকল্পের সমাপ্তি ঘনিয়ে আসায় তিনি প্রকল্প ভেরিয়েশনের সুযোগ সৃষ্টির মাধ্যমে অর্থ আয়ের উপায় খুঁজতে শুরু করেন। ম্যানেজমেন্ট মিটিংয়ের নামে ঠিকাদারের অর্থে স্ত্রী-সন্তানদের নিয়ে চীনে ভ্রমণের আয়োজন করেন, যা সরকারি আদেশে উল্লেখিত নিয়মাবলীর পরিপন্থী। এমনকি, ওই ভ্রমণ থেকেই ঠিকাদারের অর্থে সিঙ্গাপুরে পরিবার নিয়ে নিয়মনীতির তোয়াক্কা না করে প্রমোদ ভ্রমণে যান বলে জানা গেছে। যার বিষয়ে তার সরকারি আদেশে উল্লেখ নেই।
মধুমতী HFO ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের Long Term Service Agreement (LTSA) সংক্রান্ত কাজে তার ঘনিষ্ঠ বন্ধু ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারস্, বাংলাদেশ (আইইবি)’র বিতর্কিত সাবেক প্রেসিডেন্ট ও পতিত ফ্যাসিস্ট সরকারের ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে মনোনীত তথাকথিত সংসদ সদস্য আবদুস সবুরের সাথে যোগসাজশে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার চক্রান্ত কোম্পানির দেশপ্রেমিক প্রকৌশলীবৃন্দের তৎপরতায় ব্যর্থ হয়। কিন্তু ফরমায়েশী দরপত্র আহ্বান ও পরবর্তীতে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদানে বিলম্বের কারণে কোম্পানি তথা রাষ্ট্রের উল্লেখযোগ্য অর্থের অপচয় হয়। তাছাড়া কোম্পানির পুরাতন গাড়ীসমূহ নিজের পরিচিত প্রতিষ্ঠান দ্বারা মেরামতের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেন অথচ নিম্নমানের মেরামত কাজের জন্য কয়েকদিন পর গাড়ীসমূহ পুনরায় আগের মতই বিকল হয়ে যায়।
নর্থ-ওয়েস্টে যোগদানের আগে আবসার উদ্দীন আহমেদ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী এবং বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশীপ কোম্পানির প্রকিউরমেন্ট অফিসার ও পরবর্তীতে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার দীর্ঘ কর্মজীবনে উল্লেখযোগ্য কোনো কাজের নজির নেই। শুধুমাত্র চাটুকারিতা দক্ষতার ওপর ভিত্তি করেই তিনি নর্থ-ওয়েস্টের ব্যবস্থাপনা পরিচালকের পদটি লাভ করেন। কাজী আবসারের সাথে কোম্পানির বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত প্রকৌশলী কর্মকর্তাবৃন্দসহ মাঠ পর্যায়ের কোন কাজের সাথে সম্পৃক্ততা নেই। তার কর্মজীবনে বিদ্যুৎ কেন্দ্রসহ মাঠ পর্যায়ে প্রকল্প কাজে অভিজ্ঞতা নেই বিধায়- কোন কাজে তিনি সঠিক দিকনির্দেশনা প্রদান করতে পারে না। তার একমাত্র কাজ হলো চাটুকারিতার মাধ্যমে ব্যক্তিগত স্বার্থ হাসিলের লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা।
ফ্যাসিস্ট সরকারের আমলে চাটুকারিতা বড় যোগ্যতা হিসেবে বিবেচিত হলেও, বিপ্লবের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের অধীনে পুনরায় তার মেয়াদ বাড়ানোর অপচেষ্টার বিষয়ে নর্থ ওয়েস্টের কর্মকর্তা কর্মচারিবৃন্দ গভীর হতাশা ব্যক্ত করেছেন। জানা গেছে, নর্থ-ওয়েস্ট বোর্ডের কোম্পানি অ্যাফেয়ার্স কমিটি ইতোমধ্যে তার মেয়াদ বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছেন, যা অতিশীঘ্রই বোর্ডে উপস্থাপনের জন্য অপেক্ষাধীন রয়েছে।
বিদ্যুৎ উৎপাদন কর্মকান্ডের সাথে সরাসরি যুক্ত স্পর্শকাতর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পতিত ফ্যাসিস্ট সরকারের দোসরদের পুনরায় চাকুরীর মেয়াদ বাড়ানোর অপচেষ্টা বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও পঙ্গুত্ববরণকারী অগণিত ছাত্রজনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের মূল স্পিরিটের পরিপন্থী।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *