সংবাদ এশিয়া

বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের দলে দলে ভারতে পালানোর তথ্য সঠিক নয়: দ্য হিন্দু

a802721df6ea89be60bf8fe7b387fa20 674d327a90711
print news

ইত্তেহাদ নিউজ ডেস্কছাত্র–জনতার নজিরবিহীর গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয় যান। এরপর থেকে বাংলাদেশের পরিস্থিতি সহিংস হয়ে ওঠে এবং সংখ্যালঘুরা দলে দলে ভারতে পালিয়ে আসতে শুরু করে বলে ভারতীয় গণমাধ্যমগুলো খবর প্রকাশ করে। তবে এসব তথ্য সঠিক নয় বলে জানিয়েছে ভারতেরই আরেক শীর্ষ সংবাদমাধ্যম দ্য হিন্দু।

গতকাল রোববার দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সরকার পরিবর্তনের পর ভারতে প্রবেশ বা ত্যাগ করার সময় আটকে পড়া অনিবন্ধিত মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়েনি। গত ছয় বছরের সরকারি তথ্য বিশ্লেষণ করে এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।

ভারত সরকারের তথ্যমতে, গত ৫ আগস্টের পর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বিএসএফ ১ হাজার ৩৯৩ বাংলাদেশিকে আটক করেছে। অন্যদিকে শেখ হাসিনা সরকারের পতনের আগে চলতি বছরের জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ১ হাজার ১৪৪ জনকে আটক করা হয়েছে। অর্থাৎ শেখ হাসিনার পতনের পর হাজার হাজার সংখ্যালঘু ভারতে পালিয়ে এসেছেন বলে যে আলোচনা চলছে, তা সঠিক নয়।

দ্য হিন্দু বলছে, চলতি বছরে এখন পর্যন্ত সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশের সময়ে ৩ হাজার ৯০৭ জনকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে বাংলাদেশ ও ভারতীয় উভয়েই রয়েছে।

এর আগের বছর বিএসএফ মোট ৫ হাজার ৯৫ জনকে আটক করেছিল, যার মধ্যে বাংলাদেশি ছিল ৩ হাজার ১৩৭ জন।

চিন্ময় দাসের ঘটনায় প্রতিবাদ মিছিলে কলকাতার পুলিশকে পেটাল বিক্ষোভকারীরাচিন্ময় দাসের ঘটনায় প্রতিবাদ মিছিলে কলকাতার পুলিশকে পেটাল বিক্ষোভকারীরা

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ৮৭৩ ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছেন। এ ছাড়া শেখ হাসিনা সরকারের পতনের পর ৫ আগস্ট থেকে ২৭ নভেম্বর পর্যন্ত কোনো কাগজ ছাড়াই ৩৮৮ ভারতীয় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছেন।

গত সপ্তাহে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র ও হাটহাজারী পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর ভারতীয় গণমাধ্যমগুলো বিভিন্ন অসত্য ও অতিরঞ্জিত খবর প্রকাশ করতে শুরু করে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ব্যাপকভাবে নির্যাতনের শিকার হচ্ছে এবং দলে দলে ভারতে পালিয়ে আসছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো খবর প্রকাশ করছে। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বলেছে, এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *