বরিশালে ক্বিরাত মাহফিলে মানুষের ঢল


বরিশাল অফিস : বরিশালের ঈদগাহ ময়দান কানায় কানায় পরিপূর্ণ। মাঠ পেরিয়ে সড়কেও শ্রোতাদের উপচে পরা ভিড়। এ যেন ঢল নেমেছে কোরআন প্রেমী মুসলমানদের। শুধু যে পুরুষরাই ভিড় করেছেন তা কিন্তু নয়, পাশেই মুক্তিযোদ্ধা পার্কে বিশাল তাবু টানিয়ে মহিলাদের জন্য পৃথক আয়োজন করা হয়েছে। সেখানেও হাজারো নারীদের উপস্থিতি প্রমাণ করে ক্বিরাত মাহফিলের জনপ্রিয়তা। মঞ্চে তখন সুললিত কণ্ঠে চলছে কাওয়ালি ও ইসলামি সঙ্গীত। কাবুলিওয়ালা তুমি মদিনা ওয়ালা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারীগণও অংশ নিয়েছেন এই কাওয়ালি পরিবেশনে। পবিত্র কুরআন থেকে তেলওয়াত। এ যেন সেরা থেকে সেরাদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা চলছে এখানে। পাশাপাশি বক্তব্য বা আলোচনাও করছেন আয়োজকদের কেউ কেউ। পবিত্র কুরআন এর সূরা ইয়াছিন, আর-রাহমান, নূর ইত্যাদি সূরা নিয়ে চমৎকার তেলাওয়াত করলেন শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী (বাংলাদেশ), শাইখ ইয়াসির শারক্বাউঈ (মিশর), ক্বারী হামীদ রেজা আহমাদী ওয়াফা (ইরান), ক্বারী হাম্মাদ আনওয়ার নাফীসী (পাকিস্তান) এবং ক্বারী ইলিয়াস আল-মিহয়াউঈ (মরক্কো)।
আল কোরআন একাডেমি বরিশালের উদ্যোগে শুক্রবার বিকেল চারটা থেকে বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানের জাঁকজমকপূর্ণ এই আয়োজন দৃষ্টি কেড়েছিল বরিশালের আপামর সাধারণ মানুষের। যে কারণে কানায় কানায় পরিপূর্ণ ময়দানেই আছর, মাগরিব ও এশার নামাজ আদায় করতে দেখা যায় আগত দর্শক ও শ্রোতাদের। তেলাওয়াতের ফাঁকেই মঞ্চে এসে বিগত ১৫ বছর এই ক্বিরাত মাহফিলে অংশ নিতে না পারা এবং পতিত ফ্যাসিস্ট সরকারের পরিণতি নিয়ে আলোচনা করেন আল কুরআন একাডেমি বরিশালের প্রধান উপদেষ্টা জামায়াতে ইসলামী বাংলাদেশ এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল। আল কোরআন একাডেমির সভাপতি প্রফেসর মোয়াজ্জেম হোসাইন এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন ক্বীরাত মাহফিলের আহ্বায়ক আব্দুল মান্নান। তিনি জানান, এটি একটি আন্তর্জাতিক ক্বিরাত মাহফিল। মরক্কো, ইরান, মিশর ও বাংলাদেশ এর পাঁচজন আন্তর্জাতিক ক্বারী এখানে ক্বিরাত মাহফিলে অংশ নিয়েছেন বলে জানান তিনি। অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এই আয়োজনের স্পন্সর প্রতিষ্ঠান ইসলামি ব্যাংক হাসপাতালের তত্ত্বাবধায়ক বীর মুক্তিযোদ্ধা ডাঃ আলতাফ উদ্দিন আহম্মেদ।
এই মাহফিলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি আল কোরআন একাডেমি বরিশালের সদস্যরা নিয়োজিত ছিলেন। বান্দরোড ডিসিঘাট থেকে বরিশালক্লাব মোড় পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।