ইত্তেহাদ নিউজ ডেস্ক : বঙ্গমাতা সাংস্কৃতিক জোট' নামক সংগঠনের নেত্রী এবং নায়িকা, মডেল মিষ্টি সুভাষ ধানমণ্ডি ৩২ নাম্বার বাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হয়েছেন।এ সময় তার সঙ্গে থাকা আরো এক নারীকে আটক করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় ধানমণ্ডি ৩২-এর সামনে রাখা পুলিশের নিরাপত্তা-বেষ্টনী সরিয়ে ভেতরে প্রবেশ করার সময় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে দেয়।
ইতিপূর্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালন করতে গিয়ে গত ২৯ সেপ্টেম্বর ছিন্নমূল শিশুদের আক্রমণের শিকার হয়েছিলেন তিনি।
তখন সাংবাদিকদেরকে এই মডেল বলেন, ‘আমার নেত্রীর নাম জননেত্রী শেখ হাসিনা। আমি আমার নেত্রীর জন্মদিনের কেক কাটার জন্য টিএসসিতে এসেছি। কারণ এই জায়গাতে শনিবার উনাকে অসম্মান করা হয়েছে। যেখানে উনাকে অসম্মান করা হয়েছে আমি সেখানে তাকে সম্মান জানাতে এসেছি।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত