ইত্তেহাদ নিউজ ডেস্ক : পটুয়াখালীর বাউফলের নওমালা মাধ্যমিক বিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে সভাপতি বানাতে মরিয়া উপজেলা বিএনপির আহবায়ক জব্বার মৃধা। একাধিক সূত্রে জানা গেছে বরিশালের পোস্টমাস্টার জেনারেল মোঃ মনজুরুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ছিলেন। সেই সুবাদে তিনি এখনো এলাকায় গোপনে তার কর্মকাণ্ড চালিয়ে চাচ্ছেন বলে জানা গেছে।
বিএনপি'র আহবায়কের ক্ষমতা খাটিয়ে এ কাজটি করছেন যা এলাকাবাসী মানতে নারাজ। ওই স্কুলের ১৭২ শতাংশ জমি থেকে এলাকায় আওয়ামী লীগ একটি পরিবার জমি দখল, নিয়োগ বাণিজ্য, লুটপাট করেছেন। তারাই এখন কৌশলে পটুয়াখালী জেলা প্রশাসকে ভুল বুঝিয়ে মনজুরুল আলমকে সভাপতি বানাতে চাচ্ছেন। যাতে স্কুলের ছাত্র-ছাত্রী অভিভাবকসহ এলাকার মানুষ অখুশি।
জানা গেছে, তালিকায় রয়েছেন সাবেক সহ-সভাপতি ও জেলার নূর মোহাম্মদ মৃধা, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোঃ মনজুরুল আলম মৃধা ও মোঃ নজরুল হাওলাদার। তবে ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী সাবেক সহ-সভাপতি নুর মোহাম্মদ মৃধাকে সভাপতি হিসেবে দেখতে চান ।
এ ব্যাপারে বাউফল উপজেলা বিএনপির আহবায়ক জব্বার মৃধা বলেন, আমার জামাই ছাত্রলীগ নয়, জানতাম ছাত্রদল করে। এ ব্যাপারে পটুয়াখালী জেলা প্রশাসক বলেন, মনজুরুল ছাত্রলীগ করতে কিনা আমি জানিনা। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেব ।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত