ইত্তেহাদ নিউজ ডেস্ক : খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেন মজুমদারকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব (সরকারি কলেজ) মোছা. রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বান্দরবান সরকারি কলেজের দর্শন বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলামকে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য গত ১৩ ডিসেম্বর পরীক্ষার হলে নিকাব না খোলায় পরীক্ষায় বসতে দেয়নি অধ্যক্ষ এমন অভিযোগ করে ভুক্তভোগী শিক্ষার্থী উম্মে আনজুমানআরা। এই ঘটনায় তোলপাড় সৃষ্টি হলে ১৫ ডিসেম্বর মাটিরাঙা সেনা জোনে ক্ষমা চেয়েছেন অধ্যক্ষ মো. কামাল হোসেন। সেই ঘটনার ১ সপ্তাহের মধ্যে ওএসডি হলেন অভিযুক্ত অধ্যক্ষ।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত