ইত্তেহাদ নিউজ ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট উপজেলা সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।শুক্রবার উপজেলার দমদমিয়া সীমান্তে ভারতের মেঘালয় রাজ্যের ভেতরে এ ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া (২২) উপজেলার ভিতরগুল গ্রামের আবুল হোসেনের ছেলে।এর আগে গত বৃহস্পতিবার সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হওয়ার একদিন পর এ ঘটনা ঘটলো।এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট বিজিবি (৪৮) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবুজ ও তার সহযোগীরা অন্যদের সঙ্গে শুক্রবার সন্ধ্যায় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। সেখানে স্থানীয় খাসিয়াদের সঙ্গে বিবাদের জের ধরে তাদের গুলিতে ঘটনাস্থলেই মারা যান সবুজ।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত