বাংলাদেশ বরিশাল

গৌরনদীতে শিশু হত্যা , ইউপি সদস্যসহ আটক ২

Arest 678941683c4a5
print news

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বৃহস্পতিবার ভোরে উপজেলার শরিকল ইউনিয়নের মধ্য হোসনাবাদ গ্রামের রাস্তার ঢাল থেকে উদ্ধার করা লাশটি মধ্য হোসনাবাদ গ্রামের মো. ইমরান শিকদারের ছেলে সাফওয়ান শিকদারের (৫)। এর সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ স্থানীয় ইউপি সদস্যসহ দুজনকে আটক করেছে।

সাফওয়ানের স্বজন ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে মা-বাবার সঙ্গে সাফওয়ান ১ জানুয়ারি দাদাবাড়ি বেড়াতে আসে। বুধবার দুপুরে স্থানীয় শিশুদের সঙ্গে খেলতে গিয়ে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা সন্ধান না পেয়ে শিশুর দাদা বারেক শিকদার বিকালে গৌরনদীর শরিকল পুলিশ তদন্তকেন্দ্রে একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।

স্থানীয় এক নারী বৃহস্পতিবার ভোরে গ্রামের মান্না বেপারীর বাড়ির কাছে রাস্তার ঢালে সাফওয়ানের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে বরিশাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে একই বাড়ির লোকমান চৌধুরীর ঘরে তল্লাশি চালিয়ে হত্যার বেশকিছু আলামত জব্দ করেছে পুলিশ।

পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য লোকমান চৌধুরীর ছেলে রুমান চৌধুরী ও শরিকল ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মোজাম্মেল হক চৌধুরীকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
Emon Khan

Emon Khan

About Author