আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকেও অব্যাহতি নিয়েছি:কামাল আহমেদ মজুমদার


ইত্তেহাদ নিউজ,ঢাকা :‘এখন আমার দলীয়ও কোনো পদ নেই। আমি আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকেও অব্যাহতি নিয়েছি। মৃত্যুর আগ পর্যন্ত আর রাজনীতি করব না।’
সোমবার (৩ মার্চ) নতুন একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কথাগুলো বলেছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা ১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালতে তিনি এসব কথা বলেন।
বৈষম্যবিরোধী আন্দোলনে আতিকুল ইসলাম নামের এক ব্যক্তি নিহতের ঘটনায় কাফরুল থানায় করা মামলায় কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি উপলক্ষে সকালে তাকে আদালতে হাজির করা হয়।
ওই আবেদনের ওপর তদন্ত কর্মকর্তার শুনানি শেষে বিচারকের উদ্দেশ্যে কামাল মজুমদার বলেন, ‘আমার বয়স ৭৬। চোখের ৭০ শতাংশ নষ্ট হয়ে গেছে। পরিবার সম্পর্কে কোনো খোঁজখবর নিতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘ডায়াবেটিস চেক করার জন্য কারাগারে ডিজিটাল কোনো যন্ত্র বা ওষুধ দেওয়া হচ্ছে না। ডিজিটাল কোরআনও দেওয়া হচ্ছে না। একের পর এক মামলা দেওয়া হচ্ছে। নির্যাতন করা হচ্ছে। এই বয়সে আমার ওপরে জুলুম চালানো হচ্ছে। আল্লাহকে ডাকা ছাড়া এখন কোনো উপায় নেই।
কামাল মজুমদার বলেন, ‘এ বয়সে আমার নাতি নাতনিদের সঙ্গে খেলার কথা। অথচ আমি কারাগারে। আপনার (বিচারক) কাছে অনুরোধ করছি, আমাকে ডায়াবেটিসের ওষুধ, ডায়াবেটিস মাপার ডিজিটাল যন্ত্র এবং ডিজিটাল কোরআন শরিফ দেওয়া হোক।
এ সময় বিচারক বলেন, সব দাবি জানিয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করুন।
আদালতের এজলাস থেকে কোর্ট হাজতে নেওয়ার পথে তিনি বলেন, এ বয়সে রাজনীতি করা যায় না। আমরা চাই নতুন নেতৃত্ব আসুক। আমাদের বয়স শেষ।
মামলার নথি সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর কাফরুল থানাধীন বিআরটিএ অফিসের পেছনের রাস্তায় গুলিবিদ্ধ হন আতিকুল ইসলাম। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত ২৩ ডিসেম্বর ব্যবসায়ী আহসান হাবীব কাফরুল থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার এজাহারে কামাল আহমেদ মজুমদার ১০ নম্বর আসামি। একই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এ কে এম শহীদুল হককেও গ্রেপ্তার দেখানো হয়েছে।
প্রসঙ্গত গত বছরের ১৮ অক্টোবর রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল মজুমদারকে গ্রেপ্তার করা হয়।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।