বরিশাল অফিস : স্ত্রী মারা যাওয়ার পর নিজের বাড়িতেও ঠাঁই মেলেনি এই বৃদ্ধের। ফলে কোথাও ঠাঁই না পেয়ে ফুটপাতে বসবাস করছিলেন তিনি। কেউ কিছু দিলে খেতেন, না দিলে অনাহারেই দিন কাটত।নগরীর বাসিন্দা মোতালেব মিয়া রবিবার দিবাগত রাতে জানান, ওই বৃদ্ধ তার অসহায়ত্বের কথা কাউকে বলতে পারছিলেন না। তার সঙ্গে কথা বলে জানা গেছে, ছয় সন্তানের জনক আবদুল খালেক হাওলাদার বরিশাল সদর উপজেলার বাসিন্দা। সম্প্রতি তার স্ত্রীর মৃত্যুর পর সন্তানদের অবহেলায় নিজের বাড়িতে তিনি জায়গা পাননি। ফলে বাধ্য হয়েই তিনি নগরীর ফুটপাতে বসবাস করছিলেন। পুরো বিষয়টি জানার পর জেলা সমাজসেবা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বলেন, অসহায় বৃদ্ধের সন্তানরা তার দেখভালের দায়িত্ব না নেওয়ায় তিনি মানবেতর জীবনযাপন করছিলেন। স্থানীয়দের কাছ থেকে এ খবর জানতে পেরে রবিবার সন্ধ্যায় ইভেন্ট-৮৪ গ্রুপের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধের কাছে ছুটে যাওয়া হয় এবং তার সমস্ত দায়িত্ব গ্রহণ করা হয়েছে।
বৃদ্ধ আবদুল খালেক হাওলাদারকে প্রাথমিকভাবে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে, পাশাপাশি তাকে বয়স্ক ভাতার আওতায় আনার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আরও সরকারি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত