ইত্তেহাদ নিউজ ডেস্ক : মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফে সম্প্রতি এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে, যা সারা বিশ্বে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।মঙ্গলবার, ১৮ মার্চ তারাবীহ নামাজের পর এই দোয়া অনুষ্ঠিত হয়, যার নেতৃত্ব দেন বিশ্বের বিখ্যাত আলেম শায়খ আবদুর রহমান আস সুদাইস। এদিন কাবা শরীফে উপস্থিত হাজার হাজার মুসল্লি ফিলিস্তিনের শোষিত জনগণের জন্য বিশেষ দোয়া করেন। শায়খ আবদুর রহমান আস সুদাইস ফিলিস্তিনের উপর আক্রমণকারীদের ধ্বংস কামনা করেন এবং আল্লাহর কাছে তাদের বিচার দাবি করেন। মোনাজাতের এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন মুসুল্লিরা, তাদের চোখে ছিল সমবেদনা এবং দুঃখের গভীর ছাপ।
বিশ্বের বিভিন্ন অঞ্চলে বসবাসরত মুসলমানরা এই মোনাজাতের মাধ্যমে তাদের কষ্ট শেয়ার এবং ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছেন। এই বিশেষ দোয়া কেবল ফিলিস্তিনের জনগণের জন্যই নয়, বরং বিশ্বের অন্যান্য অত্যাচারিত মুসলিম সম্প্রদায়ের জন্যও ছিল একটি ঐক্যবদ্ধ আহ্বান।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত