ইত্তেহাদ নিউজ ডেস্ক :নতুন দল জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম ‘এনসিপি’ নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)। নির্বাচন কমিশনে এ আপত্তির কথা জানিয়েছে দলটি।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছেন। যার নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি, সংক্ষিপ্ত নাম বলা হয়েছে এনসিপি। দলটির নেতৃত্বে আছেন নাহিদ ইসলাম।
তবে এ সংক্ষিপ্ত নাম নিয়ে আপত্তি জানিয়েছে বিসিপি। দলটির মহাসচিব শাহরিয়ার খান আবির খান নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে বলেন, জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম হওয়া উচিত ‘জেএনপি’। কিন্তু দেওয়া হয়েছে ‘এনসিপি’, যা সঠিক নয়।আপত্তির কারণ হিসেবে বিসিপির মহাসচিব বলেন, ‘কারণ নাম (নাউন) যে ভাষায় লেখা হোক না কেন, তার কোনো পরিবর্তন হয় না।’এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, ‘আমরা আইন ও বিধি অনুযায়ী বিষয়টি পরীক্ষা করে সিদ্ধান্ত নেব।’এদিকে নতুন রাজনৈতিক দল ‘আওয়ামী লিগ’ নামে নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে। এর প্রতীক চাওয়া হয়েছে ‘নৌকা’ অথবা ‘ইলিশ’।সোমবার নির্বাচন কমিশনে ‘আওয়ামী লিগ’ নিবন্ধনে আবেদন করেন উজ্জ্বল রায় নামে এক ব্যক্তি। তিনি নিজেকে দলের প্রধান বলে দাবি করেছেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত