বাংলাদেশ চট্টগ্রাম

কক্সবাজারে পুকুরে ডুবে তিন শিশুর করুণ মৃত্যু

print news

ইত্তেহাদ নিউজ, চট্টগ্রাম: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (২৪ মার্চ) রাত ৮টায় বাহারছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তিন শিশু হলো, বাহারছড়া এলাকার মনজুর আলমের কন্যা মরিয়ম (১০), ইউছুফ নবীর কন্যা আসমাউল হোসনা রিয়া মনি (৮) এবং জাফর আলমের কন্যা তসলিমা আক্তার (৯)।
স্থানীয়রা জানান, নিহত ওই তিন শিশু সোমবার বিকেলের দিকে মাঠে শাক তোলার জন্য দল বেঁধে হাঙ্গর খালের পশ্চিম মাথা সংলগ্ন পুকুরে নামেন। এ সময় পুকুরে পানির গভীরতা বেশি হওয়ায় তারা আর উঠতে পারেনি। পানির গভীরে ডুবে তাদের মৃত্যু হয়েছে।
এদিকে এসব শিশু দীর্ঘ সময় ধরে না ফেরায় বাড়ির লোকজন বিভিন্নস্থানে খোঁজ খবর নিতে থাকেন। সন্দেহ হওয়ায় স্থানীয় লোকজন পুকুরে জাল টেনে তিন শিশুর মরদেহ উদ্ধার করে।স্থানীয় চেয়ারম্যান আলমগীর তাজ জনি জানান, দুর্ভাগ্যবশত পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মছিউর রহমান সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ

ইত্তেহাদ নিউজ

About Author