বরিশাল অফিস : বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দীগঞ্জের জয়নগর ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা জসিমউদদীন এর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারী মো: আলমগীর হোসেন এর সঞ্চালনায় ২৮ মার্চ শুক্রবার বিকাল ৪টায় মাদ্রাসা বাজার প্রাঙ্গনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল জেলা আমীর এবং বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম সাইফুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন বরিশাল জেলা সভাপতি এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, জেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য ও কাজিরহাট থানা আমীর মাওলানা আবুল হোসেন, থানা সেক্রেটারি কাজী লুৎফর রহমান, সৈয়দ হাতেম আলী কলেজ এর প্রভাষক মোঃ নুরুল ইসলাম, থানা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা রিয়াজুল ইসলাম আনসারী, দড়িচর খাজুরিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা আলাউদ্দিন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ আজম প্রমুখ। প্রধান অতিথি তার আলোচনায় বলেন, পতিত স্বৈরাচার আবার ফিরে এসে আলেম-ওলামা সহ দেশ ও জাতির ক্ষতি-সাধন করতে না পারে সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। তিনি আগামী দিনে ইসলামী সমাজ বিনির্মাণের লক্ষ্যে ইসলামের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত