বাংলাদেশ বরিশাল

বরিশালে ছাত্রদল নেতাসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা

pic 7 67e558f396f6d 67e6d7dd51394
print news

বরিশাল অফিস : বরিশাল আদালতের গেটে দুই সাংবাদিককে মারধর ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাড়ীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেছেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ।কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এছাড়া ২৩ আসামির মধ্যে ১৩ জনের নাম উল্লেখ করে আরও ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ওসি মিজানুর রহমান বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে আদালত প্রাঙ্গণে বেআইনিভাবে প্রবেশ করে হামলা, মারধর ও ক্ষয়ক্ষতি করাসহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

এদিকে আহত সাংবাদিকদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনসহ স্থানীয় নেতারা।এ সময় বিএনপি নেতারা বলেন, কারো ব্যক্তিগত অপরাধের দায় বিএনপি নেবে না। এ বিষয়ে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে বরিশাল আদালত প্রাঙ্গণে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাড়ীর নেতৃত্বে ১২ থেকে ১৫ স্থানীয় লোক নিয়ে  এন আমিন রাসেল ও মনিরুজ্জামানের ওপর হামলা চালায়। হামলাকারীরা  মারধর, তাদের ক্যামেরা, দুটি মোবাইল ভাঙচুর ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় আদালতের প্রধান ফটকেই এক সাংবাদিকের মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়। হামলায় আহত দুই সাংবাদিক বর্তমানে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.