বাংলাদেশ বরিশাল

কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হলে নতুন প্রজন্ম আবারও লড়াইয়ে নামবে : ব্যারিস্টার ফুয়াদ

image 188782 1743695353
print news

ইত্তেহাদ নিউজ,বরিশাল : আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ ঐক্যমতের ভিত্তিতে চূড়ান্ত করতে হবে। বরিশাল জেলা ও মহানগরে কর্মরত সাংবাদিক এবং সুধীজনের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।বৃহস্পতিবার বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, ২০২৪ এর গনঅভ্যুত্থানের কাঙ্খিত লক্ষ্য অর্জিত না হলে নতুন প্রজন্ম আবার লড়াইয়ে নেমে আসবে। ভাগ বাটোয়ারার রাজনীতিতে কখনোই জনগনের স্বার্থ রক্ষা হয়নি। জনগনের সমস্যা এবং তার সমাধানের রাজনীতিই হবে আগামি দিনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ সকল অংশীজনদের সাথে আলোচনা করে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে চুড়ান্ত করতে হবে। যুক্তরাষ্ট্রের করারোপ যেন দেশের অর্থনীতিতে বিরোপ প্রভাব না ফেলে, সে ব্যাপারে উদ্যোগ নেবার আহ্বান জানান তিনি। দেশী-বিদেশী ষড়যন্ত্রের ব্যাপারে জাতিকে সতর্ক করে তিনি বলেন, কৃত্রিম জঙ্গী নাটক দেখতে প্রস্তুত নয় দেশবাসী।

নির্বাচনী এলাকা বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদি) এর জনগণের বিগত কয়েক দশকের দু:খ দুর্দশা, ভাঙ্গা রাস্তা ও ব্রীজ, চাঁদাবাজি, স্বাস্থ্য সেবার মান উন্নয়ন, অপ্রয়োজনীয় সরকারি ভবন নির্মান, প্রয়োজনীয় জায়গায় ভবন বা জনবলের অভাব, যন্ত্রপাতির অভাব, দক্ষ জনবল না থাকায় জনগনের ভোগান্তি নিয়েও কথা বলেন তিনি। বর্তমান সরকারের আমলকে তুলনা করতে গিয়ে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়ার পরে সবচেয়ে সফল শাসনামলে বাস করছে দেশের মানুষ। এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশকে এগিয়ে নিতে জন্য সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে।

মতবিমিয় সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির বরিশাল জেলা ও মহানগর আহ্বায়ক প্রকৌশলী কল্লোল চৌধুরি। এছাড়াও উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ আমানুল্লাহ খান নোমান, এবি পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট নাহিদ ইসলাম, বরিশাল জেলা ও মহানগর শাখার সদস্য সচিব জিএম রাব্বি, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. সুজন তালুকদার, যুগ্ম আহ্বায়ক এস এস অনিক, ছায়া সরকার বিষয়ক সম্পাদক ডা. তানভীর, যুগ্ম সদস্য সচিব মো. মেহেদী হাসান, যুগ্ম সদস্য সচিব মো. রায়হান প্রমুখ।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.