ইত্তেহাদ নিউজ,বাউফল : বাউফলের নাজিরপুরে এক বৃদ্ধের বিরুদ্ধে ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ শনিবার (৫ এপ্রিল) বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর পিতা নুরুল ইসলাম।
অভিযোগ পাওয়ার পর সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাকলা তাতেরকাঠী ২ নম্বর ওয়ার্ডের মৃত ধলু খন্দকারের ছেলে আসামি সালাম খন্দকারকে (৫৫) গ্রেফতার করে পুলিশ।
এজাহার সূত্রে জানা গেছে, আজ বিকেলে ভুক্তভোগীর পরিবারের লোকজন অন্যত্র বেড়াতে যায়। পরে শিশুটি বাড়ির সামনে খেলাধুলা করতেছিল। সেখান থেকে প্রলোভন দিয়ে শিশুটিকে বাড়ির পাশের নির্মানাধীন ভবনে নিয়ে ধর্ষণ করেন সালাম খন্দকার।
এ সময় ভুক্তভোগী শিশুটির ডাকচিতকারে এগিয়ে এসে তাদের উভয়কে উলঙ্গ অবস্থায় দেখতে পান হাসান মাদবর। পরে ভুক্তভোগী শিশুটি বাড়িতে গিয়ে তার মায়ের সাথে কান্নাকাটি করে ঘটনা খুলে বলেন। এরপরে শিশুটির পিতা বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পরে সালাম খন্দকার নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আগামীকাল ৬ এপ্রিল কোর্টে প্রেরণ করা হবে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত