দৈনিক সংবাদ সকাল পত্রিকার সম্পাদক ড. মাওলানা এমরানুল হকের ইন্তেকাল


বরিশাল অফিস : বরিশাল জমজম হাসপাতালের মালিক, সাগরদী আলিয়া মাদ্রাসার সাবেক প্রভাষক, দৈনিক সংবাদ সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক , বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের স্ট্যান্ডিং ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য খিলগাঁও মদীনাতুল উলুম কামিল মাদরাসার প্রিন্সিপাল আলহাজ্ব ড. মাওলানা এমরানুল হক (৪২) বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি পিতা, স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য ভক্ত-গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর ইন্তেকালে দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন, মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী, সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আবু জাফর মো. ছাদেক হাসান’সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ কারেছেন।
নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, আলহাজ্ব ড. মাওলানা এমরানুল হক খিলগাঁও মদীনাতুল উলুম কামিল মাদরাসার দায়িত্ব পালনসহ দেশের বিভিন্ন মাদরাসায় শিক্ষকতা করে দ্বীনি শিক্ষা উন্নয়নে দীর্ঘকাল যাবত ভ‚মিকা রেখে গেছেন। দ্বীনি শিক্ষা তথা মাদরাসা শিক্ষার মানোন্নয়নসহ শিক্ষার্থীদের সত্যিকারের নায়েবে রাসূল হিসেবে গড়তে তুলতে তিনি ছিলেন দৃঢ় প্রত্যয়ী। এছাড়াও ইসলামী জ্ঞান, দক্ষতা, বিচক্ষনতা, গবেষণা, নেতৃত্বদানে তিনি ছিলেন অতুলনীয়। আলহাজ্ব ড. মাওলানা এমরানুল হক এর ইন্তেকালে জমিয়াতুল মোদার্রেছীনের সর্বস্তরের নেতৃবৃন্দের পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি। শুক্রবার ঝালকাঠি জেলাধীন রাজাপুরের গালুয়ায় তাঁর নিজ বাড়িতে সকাল ৯ টায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।
সর্বশেষে নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনার পাশাপাশি এমন শোকার্ত মুহূর্তে যাতে তার পরিবার পরিজন ধৈর্য ধারণ করতে পারেন সেজন্য আল্লাহর দরবারে দোয়া করেন। তার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক ও শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন।
ছারছীনা পীর সাহেবের শোক : আলহাজ্ব ড. মাওলানা এমরানুল হকের ইন্তেকালে আমীরে হিজবুল্লাহ, ছারছীনা দরবারের হযরত পীর সাহেব আলহাজ্ব মাওলানা শাহ্ আবু নছর নেছার উদ্দীন আহমদ হোসাইন গভীর শোক প্রকাশ করে বলেন, আলহাজ্ব ড. মাওলানা এমরানুল হক ছারছীনা দরবারে একজন একনিষ্ঠ খাদেম ছিলেন। দরবারের সকল কাজকে তরান্বিত করা ও কর্মসূচী বাস্তবায়নে মৃত্যুর পূর্বপর্যন্ত নিরলস শ্রম দিয়ে গেছেন। এমন একজন বিশ্বস্ত ও সর্বগুনে গুনান্বিত কর্মী হরিয়ে আমরা ছারছীনা পরিবারের সকলেই গভীর ভাবে শোকাহত ও মর্মাহত। আল্লাহ তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবার যাতে ধৈর্য ধারণ করতে পারে, সে তাওফিক দান করুন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।