বরিশাল অফিস : বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ও রহমতপুর ইউনিয়নের কয়েকশত টিউবওয়েলে প্রায় বছর খানেক ধারে পানি উঠছেনা বলে খবর পাওয়া গেছে। এতে কয়েক হাজার পরিবারের পানির সংকট তীব্রতর হয়ে উঠেছে। এই দুই উপজেলার মানুষের দৈনন্দিন কাজ চলছে এখন পুকুর ও খালের পানি দিয়ে। এলাকাবাসীর অভিযোগ ওই এলাকায় প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান ভূগর্ভ থেকে পানি উত্তোলন করে বিক্রি করায় স্তর নিচে নেমে গিয়ে এ সমস্যার সৃষ্টি হয়েছে।
স্থানীয় ভুক্তভুগিদের সূত্রে জানা গেছে, বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ও রহমতপুর ইউনিয়নের হিজলা, পাংশা, কলসগ্রাম, ছাতিয়া, মোহনগঞ্জ ও রহমতপুর বাজার এলাকার কয়েকশত টিউবওয়েলে গত প্রায় এক বছর ধরে পানি উঠছেনা। বিশেষ করে দিনের বেলায় পানি একেবারেই উঠছেনা। রাত গভীর হলে কিছু পানি উত্তোলন করা যাচ্ছে। এতেকরে দূর্ভোগে পড়েছে এলাকার সাধারন মানুষ। এখানকার কয়েক হাজার মানুষ পানির জন্য খাল ও পুকুরের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। বিশেষ করে সুপেয় পানির তীব্র সংকট দেখা গেছে। আর খাল ও পুকুরের পানি ব্যবহার করে অনেকেই চর্মরোগে আক্রান্ত হচ্ছে।
মাদবপাশা ইউনিয়ন পরিষদের সদস্য ফাতেমা আক্তার লিপি বলেন, গত এক বছর আগেও এই এলাকায় ভুগর্ভস্থ পানির কোন সমস্যা ছিলোনা। কিন্তু অমৃত লাল দে নামের একটি প্রতিষ্ঠান রহমতপুর এলাকায় নিয়ম বহির্ভুতভাবে ভুগর্ভস্থ পানি ব্যবহার করে মিনারেল ওয়াটারের ব্যবসা করে আসছে। তাদের এই মাত্রাতিরিক্ত উত্তোলনে ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। ফলে আশেপাশের গ্রামগুলোর টিউবওয়েলগুলোতে পানি উঠছেনা বলেই চলে। বিশেষ করে যারা মটর ব্যবহার করেন তারাতো পানিই পাচ্ছেননা। শুধুমাত্র রাত গভীর হলে কিছুটা পানি সরবরাহ করতে পারছে এলাকাবাসী। কলসগ্রামের বাসিন্দা কাজী মিজান জানান, আমরা অমৃত লাল দে প্রতিষ্ঠানটির কারনে গত এক বছর ধরে গভীর নলকুপে পানি পাচ্ছিনা। তারা নিয়ম বহির্ভুতভাবে ভূগর্ভ থেকে পানি উত্তোলন করে অমৃত নামে মিনারেল ওয়াটার বিক্রি করছে। এতে মাদবপাশা ও রহমতপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানির তীব্র সংকোটে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন পদক্ষেপ না নিলে এলাকাবাসী প্রতিবাদ কর্মসূচি পালন করবেন বলে জানান তিনি।
স্থানীয় বাসিন্দা সুপ্রিমকোট আইনজীবী সমিতির সদস্য এ্যাডভোকেট মাসুদ হাওলাদার জানান, ওই এলাকার বাসিন্দারে সুপেয় পানির উৎস নিশ্চিত করার দায়িত্ব সরকারের দায়িত্বপ্রাপ্ত দপ্তরের। সেখানে কোন প্রতিষ্ঠানের নিয়ম বহির্ভুত কর্মকান্ডের জন্য যদি পানির সংকট দেখা দেয়া তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দায়িত্ব স্থানীয় প্রশাসনের।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত