অনুসন্ধানী সংবাদ

ক্ষমতার সাম্রাজ্য’র অঘোষিত গডফাদার বিএডিসির ২ কর্মকর্তা বহাল তবিয়তে

9889989889895656 1745599113
print news

ইত্তেহাদ নিউজ, দিনাজপুর : বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) নশিপুরের ভিত্তি পাটবীজ খামারের যুগ্ম পরিচালকের কার্যালয়ের সর্বোচ্চ ক্ষমতাধর কর্মকর্তা সহকারী পরিচালক শেখর কুমার সাহা। আওয়ামী লীগ সরকারের সময় দাপটের সঙ্গে সাড়ে ৮ বছর রাজত্ব করেন তিনি। এই খামারে তার দাপটে বাঘে-মহিষে একই ঘাটে পানি খায়। দৈনিক হাজিরাভিত্তিক শ্রমিকরা তার ভয়ে সব সময় আতঙ্কগ্রস্ত থাকেন। অবস্থাটা এরকম যে, কখন কাকে আর মাঠে কাজ করতে আসতে নিষেধ করে দেওয়া হয়! তার সব অন্যায় দাবি হাজিরাভিত্তিক শ্রমিকদের মুখ বুজে সহ্য করতে হয়। কারণ শেখর কুমার সাহা বিগত সরকারের আমলে নিজেকে দাবি করতেন আওয়ামী লীগ পরিবারের সদস্য এবং দলটির উচ্চপর্যায়ের আশীর্বাদে এখানে কাজ করছেন। ক্ষমতার পালাবদলের পর তাকে বগুড়ায় বদলি করে দেওয়া হলেও সেখান থেকে ফিরে এসেছেন তিনি।

জানা গেছে, সহকারী পরিচালক শেখর কুমার সাহা আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে এই খামারের ৫০০ একর জমির নিয়ন্ত্রণ, উৎপাদন, কৃষি উপকরণ কেনা- সব কিছুই করছেন। তিনি এখানকার অঘোষিত গডফাদার। ২০১৭ সালে নশিপুর ভিত্তি পাটবীজ খামারে যোগদানের পর থেকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের ক্ষমতার দাপট দেখিয়ে নিজের মতো করে সাম্রাজ্য গড়ে তোলেন। তিনি তার সহকর্মী হিসেবে অপর সহকারী পরিচালক আলী রেজা মোহাম্মদ শরীফকে সঙ্গে নিয়ে লাগামহীন দুর্নীতি ও অনিয়ম করেছেন।

আওয়ামী লীগের সুবিধাভোগী বিএডিসির যুগ্ম পরিচালক সুলতানুল আলম ও সহকারী পরিচালক শেখর কুমার সাহা গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের বিরোধিতা করে ঢাকায় মতিঝিল কৃষি ভবনের সামনে বিক্ষোভ মিছিল অংশ নেন। মিছিলে অংশ নেওয়ার ওই ছবি সে সময় ফেসবুকে ভাইরাল হয়। ৫ আগস্টের পর ফেসবুক আইডি থেকে সেই সব ছবি সরিয়ে ফেলেন সুলতানুল আলম ও শেখর কুমার সাহা। দিনাজপুরের মানুষ দুজনের তখনকার এই ভূমিকা সম্পর্কে অবহিত। তা সত্ত্বেও এ দুজন এখনো দাপটের সঙ্গে থাকায় সবাই বিস্মিত।

অভিযোগ রয়েছে, শেখর কুমার সাহা সহকারী পরিচালক হিসেবে দীর্ঘ সাড়ে আট বছর কর্মরত থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। তিনি ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত নিজের পরিবারের সদস্যদের নামে অথবা পছন্দের ঠিকাদারকে দিয়ে টেন্ডারের ভুয়া কাগজপত্র তৈরি করে খামারের সব কৃষি উপকরণ সরবরাহ করতেন। দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও সাবেক হুইপ ইকবালুর রহিমের সঙ্গে যোগাযোগ করে এই খামার শাখার শ্রমিক লীগ সভাপতি নিতাই চন্দ্র রায়, ওলামা লীগের সভাপতি এবং এই খামারের পাহারাদার শওকত আলীকে সঙ্গে নিয়ে অনিয়মের রাজত্ব গড়ে তোলেন সহকারী পরিচালক শেখর কুমার সাহা। আওয়ামী লীগের সহযোগী সংগঠনের এসব নেতা তাকে দুর্নীতিতে সহযোগিতা করে এসেছেন। তাদের শক্তিতে দুর্নীতির সাম্রাজ্য গড়ে তুলেন শেখর কুমার সাহা।

সহকারী পরিচালক শেখর কুমার সাহা তার দুর্নীতির সব রাস্তা বন্ধ করতে কাগজপত্র তৈরি করাতেন এ অফিস থেকে ১০ বছর আগে অবসর নেওয়া নূরনবীকে দিয়ে। নূরনবী অফিস ছুটির পর থেকে গভীর রাত পর্যন্ত হিসাব শাখার কাজ করতেন। শুধু তাই নয়, এই অফিস থেকে অবসর নেওয়া আরেক কর্মচারী জাভেদ আলীকে খামারের আবাসিক বাসায় থাকা ও বি ব্লকের সরদারি কাজ করার সুযোগ তৈরি করে দেন শেখর কুমার সাহা। জাভেদ আলী তার দুর্নীতি ও অনিয়মের অন্যতম সহযোগী হিসেবে এত দিন ধরে কাজ করে আসছেন। কৃষিশ্রমিকের হাজিরা বেশি দেখিয়ে অতিরিক্ত টাকা উত্তোলন করে শেখর কুমার সাহার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল জাভেদ আলীর। অবসরপ্রাপ্ত কর্মচারী হওয়ার পরও সরকারি নিয়ম উপেক্ষা করে জাবেদ আলীর মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন শেখর কুমার সাহা। এখনো এই জাভেদ আলী শ্রমিক সরদার হিসেবে খামারে দায়িত্ব পালন করছেন।

বীজ খামারের পাহারাদার হিসেবে কর্মরত শওকত আলী জেলা ওলামা লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে দীর্ঘ ১৬ বছর দায়িত্ব পালন না করেই সরকারি টাকা উত্তোলন করেছেন। এই ১৬ বছরে শওকত আলী সপ্তাহে এক দিন এসে শুধু স্বাক্ষর দিয়ে চলে যেতেন।

শেখর কুমার সাহা তার স্ত্রী রুপা দাসের রয়েছে ব্র্যাক ও প্রিমিয়ার ব্যাংকে অ্যাকাউন্ট। এসব অ্যাকাউন্টে দুর্নীতির টাকা জমা হয়েছে বলে জানা গেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে দেশের বিভিন্ন স্থানে কর্মচারীদের বদলি করা শুরু করে। তার অংশ হিসেবে ২৬ জানুয়ারি শেখর কুমার সাহার বদলির আদেশ হওয়ার পর তার মাথায় আকাশ ভেঙে পড়ে। ইচ্ছার বিরুদ্ধে শেখর কুমার সাহা বগুড়া বিএডিসি উপপরিচালকের কার্যালয়ে বদলি হলেও প্রায় মাসে দুবার ছুটি নিয়ে দিনাজপুরের নশিপুর যুগ্ম পরিচালকের কার্যালয়ে আসতেন। সে সময় এখানে তাকে দায়িত্ব পালন করতেও দেখা গেছে। এক সপ্তাহ আগে আবারও তিনি বদলি হয়ে এসেছেন বিএডিসি দিনাজপুরের নশিপুর যুগ্ম পরিচালকের কার্যালয়ে।

এ বিষয়ে সহকারী পরিচালক শেখর কুমার সাহা জানান, চাকরি করার সুবাদে বেশ কিছু কাজ রয়ে যায়। সে জন্য কয়েক দিন এখানে আসেন। তিনি নিজের এবং নূরনবীর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করেননি।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.