রাজনীতি

নেত্রকোনায় সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

pic 6 680d168ca0692
print news

ইত্তেহাদ নিউজ,নেত্রকোনা:  নেত্রকোনার পূর্বধলায় ইটভাটা নির্মাণে বাঁধা, মোটা অংকের চাঁদা দাবি, না দেওয়ায় ইট লুটের অভিযোগে প্রায় ৮ বছর পর আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) নেত্রকোনার দ্রুত বিচার আদালতে মামলাটি করেন ওই উপজেলার জারিয়া ইউনিয়নের সাবেক প্রয়াত চেয়ারম্যান আব্দুল গণি তালুকদাদের ছেলে মানুষউড়া গ্রামের মো. নজরুল ইসলাম তালুকদার।

মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি ও পুর্বধলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম সুজন, সাবেক ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক ও পুলিশসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে। এছাড়া অপরিচিত আরও ৪০ থেকে ৫০জন এ ঘটনায় জড়িত রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, ২০১৭ সালে নজরুল ইসলাম প্রায় কোটি টাকা খরচ করে মানুষউড়া গ্রামের ফজলুল হক তালুকদারের বাড়ির পাশে একটি ইটভাটা তৈরির প্রস্তুতি নেন। এ জন্য তিনি ৫ লাখ ইট এনে রাস্তার পাশে রাখেন। খবর পেয়ে সাবেক এমপি বেলাল অন্য আসামিদের নিয়ে ইটভাটা তৈরিতে বাধা দেন। এ সময় ইটভাটা তৈরি করতে হলে তাকে ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে। চাঁদা না দিলে ভাটা তৈরি করতে দিবেন না। নজরুল চাঁদা দিতে অস্বীকার করলে তৎকালীন এমপি ক্ষিপ্ত হয়ে পূর্বধলা থানার পুলিশ ও তার নিজস্ব বাহিনী নিয়ে ২০১৭ সালের ২৪ অক্টোবর সকালে ইটভাটায় গিয়ে নজরুল ইসলামকে ঘেরাও করেন। এ সময় এমপি বেলালের হাতে থাকা রিভালবার, তার বাহিনীর রামদা, কিরিচ, ছোরা প্রদর্শন করে নজরুল ইসলাম ও তার পরিবারকে ভয় ভীতি দেখিয়ে পাঁচ লাখ ইট লুট করে দিনভর ট্রাকে ও ট্রলি দিয়ে নিয়ে যান। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা হবে বলেও উল্লেখ করেন তিনি।

নজরুল ইসলাম জানান, আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি ওয়ারেসাত হোসেন বেলাল, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, পূর্বধলা থানার সাবেক ওসি অভিরঞ্জন দেব, থানার পুলিশ, জারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাজেদা খাতুন, এমপির দুই ঘনিষ্ট সহচর ফেরদৌস আলম, কামরুজ্জামান উজ্জ্বল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মাসুদ আলম টিপু, আওয়ামী লীগ নেতা ও ঠিকাদার ওয়াসিম সিং, নূরুল আমিন, সেলিম জাহাঙ্গীর, সাংবাদিক ওয়াদুদ, যুবলীগ নেতা ইসলাম উদ্দিনসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার ওই ইট লুটপাট করেছে।

তিনি জানান, এর আগে একাধিকবার চেষ্টা করেও আইনি ব্যবস্থা নিতে ব্যর্থ হয়ে এখন মামলা করেছেন। এ বিষয়ে জানতে চাইলে সাবেক এমপি ওয়ারেসাত হোসেন বেলালসহ অভিযুক্ত আসামিদের মোবাইল বন্ধ পাওয়া যায়। ৫ আগস্টের পর থেকে অভিযুক্তদের এলাকায় দেখা যায়নি।

বাদীর আইনজীবী রফিকুল ইসলাম খান জুয়েল জানান, মামলাটি দায়েরের পর বিচারক আশরাফুন্নাহার ঘটনার তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পূর্বধলা থানার ওসিকে নির্দেশ দেন। পুর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম বলেন, মামলার বিষয়ে শুনেছি কিন্তু এ বিষয়ে পুর্বধলা থানায় কোনো কাগজপত্র আসেনি।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.