বাংলাদেশ ঢাকা

বরগুনায় গৌরীচন্না ইউপি চেয়ারম্যান গ্রেফতার

pic 4 680d139791dc2
print news

ইত্তেহাদ নিউজ,বরগুনা :  বরগুনা জেলা যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তানভীর আহমেদ সিদ্দিকীকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার বিকালে সদর উপজেলার বরগুনার উপকণ্ঠ মনসাতলী গ্রামের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান।জানা যায়, ২৯ মার্চ ঈদের আগে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে আওয়ামী লীগের পক্ষ থেকে বরগুনার ব্যাংক কলোনির একটি অজ্ঞাত স্থান থেকে কিছু দরিদ্র লোকজনকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে অংশ নেন তানভীরসহ উপজেলা ও জেলা যুবলীগ নেতাকর্মীরা। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।ভিডিওতে তানভীরসহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে দেখা যায়। তারা পদত্যাগী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে স্লোগান দেন।ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তানভীর সিদ্দিকীসহ অন্য নেতারা পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শনিবার তাকে গ্রেফতার করে।বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টায় সরাসরি সম্পৃক্ত ছিলেন তানভীর আহমেদ সিদ্দিকীসহ আওয়ামী লীগের কয়েকজন নেতা।

তিনি জানান, বরগুনা থানার একটি পুলিশ টিম শনিবার বিকাল সাড়ে ৩টায় মনসাতলীর একটি বাসা থেকে তানভীরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.