ইত্তেহাদ নিউজ,ধামইরহাট, নওগাঁ : নওগাঁর ধামইরহাটে আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইউএনও জেসমিন আক্তারের সভাপতিত্বে র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. ওয়াজেদ আলী, কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ অভিজিৎ কুমার কুন্ডু, খাদ্য নিয়ন্ত্রক মামুন উর রশীদ, মৎস্য অফিসার আইয়ুব আলী, শিক্ষা অফিসার রবিউল ইসলাম, তথ্য অফিসার ইসকিতা আফরিন, থানার প্রতিনিধি এস আই ফিরোজ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় ইউএনও জেসমিন আক্তার ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত ও এজিওদের মাধ্যমে গ্রাম পর্যায়ে সচেতনতা ও অসহায় দরীদ্র মানুষদের বিনামূল্যে আইন সহায়তা গ্রহন করতে বিভিন্ন ফোরামে আলোচনার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত