অপারেশন ডেভিল হান্ট:গাজীপুরে মহিলা কাউন্সিলর গ্রেফতার


ইত্তেহাদ নিউজ,গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা আসনের সাবেক কাউন্সিলর তাসলিমা নাসরিনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে বাইমাইল এলাকার তাদের নিজ বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের ১০, ১১ ও ১২নং ওয়ার্ডের সাবেক নারী কাউন্সিলর ও কোনাবাড়ী মেট্রো থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসলিমা নাসরিন এবং কোনাবাড়ী মেট্রো থানাধীন বাইমাইল এলাকার বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম (৫০)।
কোনাবাড়ী মেট্রো থানার ওসি সালাহ উদ্দিন আহমেদ জানান, কোনাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকা অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হয়। পরে বাইমাইল এলাকা থেকে তাসলিমা নাসরিন ও নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরও জানান, যারা এলাকার খারাপ প্রকৃতির লোক ও সন্ত্রাসী তাদের ডেভিল হান্ট অপারেশনের মাধ্যমে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।