ইত্তেহাদ নিউজ,জামালপুর : জামালপুরে মামলা না নেওয়ায় ওসিকে ফোন করে চাকরি ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।অভিযুক্ত বিএনপি নেতা অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা।তিনি বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও জামালপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)।বৃহস্পতিবার (১ মে) জামালপুরের বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ ও বিএনপি নেতা আনিছুজ্জামানের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ছড়িয়ে পড়া ভিডিওতে উভয়ের কথোপকথনে শোনা যায়, থানায় একটি মামলা রুজু নেওয়ার কারণে ওসিকে শাসাচ্ছেন বিএনপির ওই নেতা। বিএনপি নেতা ওসিকে হুমকি দিয়ে বলেন, ‘মামলা নিতে না পারলে চাকরি ছেড়ে চলে যান।’জবাবে ওসি বলেন, ‘হুমকি দিয়েন না, আমি আপনারে ডরাই না, আমি আপনারে ডরাই না। আপনি বিএনপির নাম ভাঙায়ে কোর্টে গিয়ে আওয়ামী লীগের লোকগুলারে বিএনপি বানায়ে জামিন করাচ্ছেন। আপনার তো অনেক ক্ষমতা, আদালতে গিয়ে মামলা করেন।’এ বিষয়ে বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা বলেন, বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত ও উপজেলা বিএনপির নেতা-কর্মীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও গালাগালি করার প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর করা হয়।তিনি বলেন, দলের ছেলে মাইর খেয়েছে তাই মামলা নিতে বলেছি। কিন্তু থানার ওসি মামলা নিতে গড়িমসি করছিলেন। আদালতে মামলা করতে বলেছিলেন আমাকে। মামলা নিতে তাকে কোনো চাপ প্রয়োগ করা হয়নি। তিনি রেকর্ড করে তা ছড়িয়ে দিয়েছেন। এতে আমি বিচলিত নই, অন্যায়ের সঙ্গে কোনো আপস নয়।
এদিকে, হুমকির ঘটনায় ওসি শাকের আহমেদ জানিয়েছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অভিযোগ করেছেন তিনি।ওসি বলেন, ‘দেশের এই ক্রান্তিলগ্নে আইনশৃঙ্খলা রক্ষা, দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মামলা না নেওয়ার বিষয়টি সঠিক নয়। তিনি সিনিয়র একজন আইনজীবী ও বিএনপি নেতা হয়ে পুলিশের সঙ্গে এমন আচরণ করতে পারেন না। তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে চাকরি ছাড়তে বলেন। তার আচরণ সরকারি কাজে বাধা সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন হওয়ার শামিল।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত