বাংলাদেশ বরিশাল

বরিশাল বিভাগের ৫৫ জন শিক্ষক ৮ মাস অনুপস্থিত থেকেও বেতন তুলছেন নিয়মিত

477699092 1035653911925613 2871223272451330384 n
print news

বরিশাল অফিস: বরিশাল বিভাগের ১০টি কলেজ ও ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ৫৫ জন শিক্ষক গত সাড়ে ৮ মাস ধরে বিনা নোটিশে শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত রয়েছেন। এদের মধ্যে ১০ কলেজের ৩৭ জন এবং ১৩ স্কুলের ১৮ জন শিক্ষক রয়েছেন। এরা অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন তুলছেন।
বিগত সরকারের সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে দাপটের সঙ্গে রাজনীতির প্রভাব বিস্তার করায় জনরোষের ভয়ে তারা আর আসছেন না বলে দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।খোঁজ নিয়ে জানা গেছে, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মেঘনা পাড়ের দুর্গম এলাকায় অবস্থিত শেখ হাসিনা সরকারি কলেজের ২২ জন শিক্ষকের মধ্যে ১৯ জনই ৫ আগস্টের পর থেকে অনুপস্থিত রয়েছেন। তারা সবাই প্রাক্তন এমপি পংকজ দেবনাথের অনুসারী। কলেজটির অধ্যক্ষ অধ্যাপক আবদুস কুদ্দুস বলেন, যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করবেন সেখানে লাগাতার অনুপস্থিতি কোনোভাবেই যুক্তিযুক্ত হতে পারে না। এগুলো সরকারকে জানাতে হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, অনুপস্থিত কলেজ শিক্ষকদের মধ্যে বরিশালের ৩ কলেজের ২২ জন, ভোলার ৪ কলেজের ৬ জন, পটুয়াখালীর ২ কলেজের ৮ জন এবং পিরোজপুরের একটি কলেজের একজন শিক্ষক। এদের অধিকাংশই বেতনভাতা নিয়মিত তুলছেন। তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া পটুয়াখালীর ৮টি স্কুলের ৮ জন, ভোলার একটি স্কুলের ৩ জন, বরগুনার একটি স্কুলের ২ জন এবং বরিশালের ৫টি স্কুলের ৫ জনসহ মোট ১৮ জন শিক্ষক অনুপস্থিত রয়েছেন। রাজনৈতিক কারণে এরা গা ঢাকা দিয়েছেন।শিক্ষক নেতারা বলছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে মব জাস্টিসের নামে শিক্ষকরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই অনুপস্থিতি তারই প্রতিফলন। তারা এ অবস্থার অবসান চেয়েছেন।

এ ব্যাপারে বাকশিসের বরিশাল বিভাগীয় সভাপতি অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল বলেন, বেসরকারি শিক্ষকরা যে কত নির্যাতিত তা কেবল তারাই জানেন। গভর্নিং ও ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্থানীয় প্রভাবশালীদের চক্ষুশূল হতে হয় শিক্ষকদের। ৫ আগস্টের পর বরিশালে এ যন্ত্রণা ভয়াবহ হয়েছে। আমরা এ নিয়ে অনেক কথা বলেছি প্রশাসনের সঙ্গে। মব জাস্টিসের নামে অবৈধভাবে শিক্ষকদের প্রতিষ্ঠানে আসতে দেওয়া হচ্ছে না। রীতিমতো চাঁদা দাবি করা হচ্ছে। এ জন্যই শিক্ষকরা পালিয়েছেন। শিক্ষকদের দীর্ঘ অনুপস্থিতি শিক্ষার্থীদের পাঠক্রম বিঘ্নিত করবে। এর ভয়াবহ প্রভাব পড়বে পাবলিক পরীক্ষাগুলোর ফলাফলে।স্থানীয় বাসিন্দা মো. কালাম বলেন, আমরা এখানে কোনো ক্লাস হতে দেখি না। শিক্ষকরা পালিয়েছে তাও তো দেখি না।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন বলেন, শিক্ষকরা পালিয়েছে শুনেছি। হয়তো তারা কোনোভাবে দোষী ছিল। তা না হলে পালাবে কেন! এখানে তো কোনো শিক্ষক দেখি না। তৎকালীন এমপির ক্ষমতায় এরা কাজ করেছে। এটা শিক্ষকদের পিকনিক স্পট ছিল। ছাত্রছাত্রীদের তো এরা পড়ায়ই না। ওরা ছিল লুটপাটে ব্যস্ত। এমন চললে শিক্ষার্থীদের পড়ালেখা আর হবে না। এদের বাদ দিয়ে আমরা নতুন নিয়োগ চাই।
এ বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী বলেন, শিক্ষকরা অনুপস্থিত থেকে বেতন তুলছেন। এটা অনিয়ম। সরকারি বেতন নিয়ে রাজনৈতিক কারণে পলাতক রয়েছেন তারা। বিগত দিনে তারা এমন রাজনীতি করেছেন যে এখন ভয়ে তারা এলাকায় আসতে পারছেন না। এতে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। তাদের অনুপস্থিতি আমাদের রেজাল্টের ওপর মারাত্মক প্রভাব ফেলবে। বাসায় বসে শিক্ষার্থীরা সব পড়া পড়তে পারে না। আসন্ন পরীক্ষা ওরা কীভাবে দেবে? এবার বরিশাল শিক্ষা বোর্ডের রেজাল্ট আগের চেয়ে খারাপ হবে। যদি এমন হয় তবে অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য যা দরকার তা করা হবে। আমরা একটি কমিটি গঠন করে তদন্ত রিপোর্ট ঊর্ধ্বতনদের পাঠাব।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন বলেন, কিছু শিক্ষক যারা অতীতে এমন কিছু কর্মকাণ্ড করেছেন যার ফলে তারা নিজেরাই নৈতিক মনোবল হারিয়েছেন। গত ৫ আগস্ট থেকে তারা প্রতিষ্ঠানে অনুপস্থিত আছেন। এটা দুঃখজনক। তারা তাদের কৃতকর্মের জন্য ক্ষোভের শিকার হতে পারেন। দেশের প্রচলিত আইনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মোহাম্মদ ওমর ফারুক বলেন, গত ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বরিশাল অঞ্চলের ১০টি কলেজের ৩৭ জন শিক্ষক অনুপস্থিত রয়েছেন রাজনৈতিক কারণে। বারবার বলার পরও তারা প্রতিষ্ঠানে আসছেন না। কিন্তু নীতিমালার সুযোগে তারা বেতনভাতা গ্রহণ করছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে নির্দেশ দিলে ব্যবস্থা নেওয়া হবে। গত ১৪ জানুয়ারি এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয় মন্ত্রণালয় থেকে। কিন্তু তদন্তকারী নির্দিষ্ট করে না দেওয়ায় কোনো তদন্ত হয়নি। তদন্ত হলেই ব্যবস্থা নেওয়া যাবে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.