বরিশাল অফিস : বরিশালের বানারীপাড়ায় র্যাব-৮ এর সহায়তায় তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে র্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জ এলাকার মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের উন্দেরহাওলা গ্রামের ডাকাত দলের সদস্য মো.ডালিম ও পাশের এলাকার মো. বাদশা এবং বড়গুনা সদর উপজেলার শিয়ালিয়া নলটোনা গ্রামের মো. সেলিম সিকদারকে আটক করে।
পরে তারা ওই রাতেই আটককৃত তিন ডাকাতকে বানারীপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় পুলিশ তাদেরকে উপজেলার দক্ষিণ বাইশারী গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা নাছিমা আক্তারের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে। এর আগে তারা ওই ঘটনায় গৃহকর্তার অভিযোগে মানিক নামের এক প্রবাসীকে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করেন।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোস্তফা বলেন, ২৮ এপ্রিল রাতে উপজেলার দক্ষিণ বাইশারী এলাকার অবসর প্রাপ্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মৎ নাছিমা বেগমের বাড়িতে ৫/৭ জন মুখোশধারী ডাকাত ধারালো অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে নগদ দুই লাখ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায়। এ সময় স্কুল শিক্ষিকার স্বামী মো. বাবুল হোসেন ডাকাত দলের সদস্যদের মধ্য থেকে মানিক নামের একজনকে চিনতে পারেন। তার দেওয়া তথ্য অনুযায়ী ২৯ এপ্রিল দুপুরে উপজেলার দান্ডয়াট এলাকা থেকে সৌদী মানিক নামের একজনকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
এ ঘটনায় স্কুল শিক্ষিকার স্বামী মো. বাবুল হোসেন বাদী হয়ে ওই দিন মানিকসহ দুই জনকে নামীয় ও ৬/৭ জনকে অজ্ঞাত আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে র্যাবের সহায়তা চাওয়া হয়। সে অনুযায়ী র্যাব-৮ এর সহায়তায় সোমবার রাতে তিন ডাকাতকে গ্রেফতার করা হয়।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত