পাকিস্তানের কাছে নাজেহাল ভারতীয় বিমান বাহিনী


অনলাইন ডেস্ক : রুশ ও ফরাসি প্রযুক্তিতে সমৃদ্ধ, চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে গঠিত ভারতীয় বিমান বাহিনী। বহরে রয়েছে রাফাল, সুখোই-৩০, মিগ-২৯ এবং মিরাজ-২০০০-এর মতো আধুনিক ফাইটার জেট। তবে এত উন্নত প্রযুক্তির পরও একের পর এক যুদ্ধক্ষেত্রে ব্যর্থতা ভারতীয় বিমান বাহিনীর সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলছে।
সাম্প্রতিক পাকিস্তান মিশনে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, যার মধ্যে ছিল তিনটি রাফাল, একটি সুখোই-৩০ এবং একটি মিগ সিরিজের জেট। এ ঘটনাই শুধু নয়, ২০১৯ সালে বালাকোট অভিযানে একটি মিগ-২১ ধ্বংস হয় এবং পাইলট অভিনন্দন পাকিস্তানের হাতে বন্দি হন। এমনকি সাম্প্রতিক এক অভিযানে পাকিস্তানি জেটের ধাওয়ায় পালিয়ে যায় চারটি রাফাল, যেগুলোর সঙ্গে রাডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
প্রশিক্ষণ ও মহড়ার সময়ও একাধিক দুর্ঘটনা ঘটেছে ভারতীয় বাহিনীতে। ফলে প্রশ্ন উঠছে—উন্নত যুদ্ধবিমান থাকা সত্ত্বেও কেন বারবার এই ব্যর্থতা? দোষ কি বিমানের, না পাইলটদের প্রস্তুতির ঘাটতিতে?
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।