ইত্তেহাদ স্পেশাল

ভারত-পাকিস্তান যুদ্ধ:প্রত্যক্ষদর্শীদের করুণ বর্ণনা

159886 070748574f2b32e
print news

অনলাইন ডেস্ক : ভারতের সামরিক বাহিনীর ‘অপারেশন সিন্দুর’ অভিযানে ক্ষতিগ্রস্ত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরিদকে ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরাবাদের বাসিন্দারা বর্ণনা করেছেন ভয়াবহ অভিজ্ঞতার কথা। তারা বলেছেন, ভারতের হামলায় বিস্ফোরণে বিকট শব্দ হয়। এই শব্দে ঘুম ভাঙে তাদের। উপায়ান্তর না দেখে আতঙ্কে ঘর ছেড়ে পালিয়ে যান স্থানীয়রা। মুরিদকে’র এক স্থানীয় বাসিন্দা মুহাম্মদ ইউনুস শাহ বিবিসিকে বলেন, চারটি ক্ষেপণাস্ত্র একটি শিক্ষা কমপ্লেক্সে আঘাত হানে। এর মধ্যে প্রথম তিনটি কিছু সময়ের ব্যবধানে পড়ে এবং চতুর্থটি পড়ে ৫-৭ মিনিট পর। কমপ্লেক্সটিতে একটি স্কুল, কলেজ, হোস্টেল, চিকিৎসাকেন্দ্র ও মসজিদ ছিল, যা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, এখানে আবাসিক ভবনও ছিল। তাতে কতগুলো পরিবার বসবাস করতো। এখন সবাই এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন। দমকল বাহিনী, পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। মুজাফফরাবাদের বিলাল মসজিদের পার্শ্ববর্তী এলাকার এক বাসিন্দা মুহাম্মদ ওয়াহিদ জানান, আমি গভীর ঘুমে ছিলাম। হঠাৎ প্রথম বিস্ফোরণে ঘর কেঁপে ওঠে। রাস্তায় বের হলে দেখি অনেকে জড়ো হয়েছেন। এর মধ্যেই আরও তিনটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি বলেন, বহু মানুষ আহত হয়েছে। এর মধ্যে নারীরাও রয়েছেন। তাদেরকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওয়াহিদ বিস্মিত হয়ে বলেন, আমাদের স্থানীয় মসজিদকে লক্ষ্য করা হলো কেন বুঝতে পারছি না। এখানে কখনও সন্দেহজনক কিছু দেখা যায়নি। বর্তমানে অনেক মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিযে যাচ্ছেন। চারদিকে চরম অনিশ্চয়তার পরিবেশ বিরাজ করছে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.