ভারতের ২৪টি বিমানবন্দর বন্ধ ঘোষণা,নিরাপত্তা ব্যবস্থা জোরদার


অনলাইন ডেস্ক : ভারতের হিমাচল প্রদেশ, পাঞ্জাব, জম্মু-কাশ্মীর, লাদাখ, গুজরাট এবং রাজস্থানের ২৪টি বিমানবন্দর বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার (৯ মে) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যুরো (বিসিএএস) দেশটির সকল বিমান সংস্থা ও বিমানবন্দরকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে। নির্দেশনা অনুযায়ী, সকল বিমানবন্দরে সকল যাত্রীর জন্য সেকেন্ডারি ল্যাডার পয়েন্ট চেকিং (এসএলপিসি) করা হবে। টার্মিনাল ভবনে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর ভারতের সামরিক স্থাপনা এবং জম্মু বিমানবন্দর লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারতীয় সেনাবাহিনী। যদিও পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সে অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, পাকিস্তান যখন ভারতে আঘাত হানবে, তখন পুরো বিশ্ব সেটা জানবে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।