রংপুর বাংলাদেশ

ভোলাহাট সীমান্তে বিএসএফের ‘বাঙ্কার নির্মাণ’!

1bunker
print news

ইত্তেহাদ নিউজ, চাঁপাইনবাবগঞ্জ–

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুটি ‘বাঙ্কার নির্মাণে’র তথ্য পাওয়া গেছে।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ চরধরমপুর বিওপির বিপরীতে ১২/মুচিয়া বিএসএফ ক্যাম্পের আওতাধীন এলাকায় বাঙ্কার দুটি নির্মিত হয়েছে।
সূত্র অনুযায়ী, শুক্রবার (৯ মে) আন্তর্জাতিক সীমান্ত মেইন পিলার ২০১/১৩-এস থেকে প্রায় ৫০০ গজ এবং মেইন পিলার ২০১/১৭-আর থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে বালুর বস্তা দিয়ে এসব বাঙ্কার নির্মাণ করা হয়েছে।

স্থানীয় চরধরমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাদিকুল ইসলাম বলেন, গত শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর স্থানীয় জনসাধারণকে সীমান্তে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। তবে এসময় তিনি বাঙ্কার নির্মাণের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

চরধরমপুর বিওপির দায়িত্বপ্রাপ্ত নায়েব সুবেদার আশরাফুল ইসলাম বলেন, শনিবার (১০ মে) ভারতের অভ্যন্তরে বালুর বস্তা দিয়ে বিএসএফ দুটি বাঙ্কার নির্মাণ করেছে। তবে এতে সীমান্তে কোনো ধরনের সমস্যা বা উত্তেজনা নেই। দুই বাহিনীর মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে।তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকার ভারতীয় চরাঞ্চলে স্থানীয় কিছু মানুষ গবাদি পশু চরাতে যান। তাদের সীমান্তে প্রবেশ না করার জন্য সতর্ক করা হয়েছে। বর্তমানে সীমান্ত নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই।

সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ

ইত্তেহাদ নিউজ

About Author