ভারতের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি অকুণ্ঠ সমর্থন জানাল চীন।দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শনিবার এক টেলিফোন আলাপে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে এ সমর্থনের কথা জানান।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আলাপকালে পাক পররাষ্ট্রমন্ত্রী বর্তমান আঞ্চলিক পরিস্থিতি তুলে ধরেন।অন্যদিকে চীনা পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেন, পাকিস্তান পরিস্থিতি মোকাবিলায় সংযমের পরিচয় দিয়েছে। পাশাপাশি তিনি দেশটির দায়িত্বশীল আচরণের প্রশংসা করেন।
ওয়াং ই বলেন, ‘কৌশলগত সহযোগী ও আস্থাভাজন বন্ধু হিসেবে চীন পাকিস্তানের পাশে আছে এবং থাকবে। একই দিনে ইসহাক দার সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গেও কথা বলেন।
এই আলাপচারিতায় তিনি সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা এবং পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করেন।শেখ আব্দুল্লাহ পাকিস্তান-ভারতের মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানান। এর আগে ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি’র ঘোষণা দেয়, যা মার্কিন মধ্যস্থতায় সম্পন্ন হয় বলে জানা যায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত বলে জানান। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের উদ্যোগেই এই সমঝোতা সম্ভব হয়েছে। ’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই দেশের নেতৃত্বকে ‘দূরদর্শী ও শান্তিপ্রিয়’ বলে আখ্যা দেন।
এই যুদ্ধবিরতির কিছুক্ষণ আগেই ভারত ও পাকিস্তান একে অপরের সামরিক স্থাপনায় হামলা চালায়, যার ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে পরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যেই পাকিস্তান ফের জম্মু ও কাশ্মীরে হামলা করে বলে দাবি ভারতের।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত