ইত্তেহাদ নিউজ,ঢাকা : যাত্রাবিরতি করা একটি লঞ্চের ‘পিকনিকে’ আসা দুই তরুণীকে লঞ্চঘাটে প্রকাশ্যে মারধরের ঘটনায় নেহাল আহমেদ জিহাদ নামের ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার (১ মে) দুপুরে মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার (৯ মে) রাত ৮টার দিকে ঢাকাগামী এমভি ক্যাপ্টেন লঞ্চটি মুন্সীগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতি করতে নোঙর করে, তখন লঞ্চে তরুণ-তরুণীদের মাদকসেবন এবং অশ্লীলতার অভিযোগে স্থানীয়রা লঞ্চে উঠে কেবিনে কয়েকজন তরুণ-তরুণীকে আটক করে। এরপর দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে উত্তেজিত জনতা লঞ্চের কিছু জানালা ভাঙচুর করে এবং তরুণীদের মারধর করে।
তরুণীদের মারধর করা নেহাল সাংবাদিকদের বলেন, ‘শত শত মানুষ ছিল। আমি যদি কয়েকটি বাড়ি দিয়ে সবাইকে শান্ত না করতাম হয়তো মেয়েগুলোর সঙ্গে আরও খারাপ আচরণ হতো। তাদের কয়েকটি মোবাইলও নিয়ে গিয়েছিল, সেগুলো আমি উদ্ধার করেছি।
তাদের দুজনকে মারা আমার ঠিক হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘পরিস্থিতি শান্ত করতেই ভাই হিসেবে এই কাজ করেছি। এর জন্য দুঃখ প্রকাশ করছি।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত