অনলাইন ডেস্ক : যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েকঘণ্টার মধ্যেই পাকিস্তান সেটি লঙ্ঘন করেছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। প্রতিবেদনগুলোয় তারা বলছে, শান্তি স্থাপনের লক্ষ্যে ভারত-পাকিস্তান উভয়ের সম্মতিতে ঘোষিত সংঘর্ষ বিরতির কয়েক ঘণ্টা পরেই নতুন করে গোলাগুলির ঘটনা ঘটেছে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায়।
আখনূরসহ একাধিক এলাকায় নতুন করে সংঘর্ষ হচ্ছে। সেখানে ভারী গোলাবর্ষণ ও ছোট অস্ত্রের গুলি ছোঁড়া হচ্ছে বলে খবর পাওয় গেছে।
হিন্দুস্তান টাইমস দাবি করে বলেছে, যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা পরই পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর নতুন করে গোলাবর্ষণের পাশাপাশি ড্রোন হামলা করেছে পাকিস্তান। কাশ্মীরের আখনূর ও জম্মু শহরসহ কয়েকটি স্থানে ড্রোন হামলার তথ্য পাওয়া গেছে। জম্মু-কাশ্মীরের কাটরা ও ভবান এলাকায় সম্পূর্ণ ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে।
শ্রীনগর, উধমপুর, পাঞ্জাব ও রাজস্থানের কিছু অংশে গোলাগুলি এবং ড্রোন হামলার খবর মিলেছে। পাঞ্জাবের ফাজিলকা জেলায় রাত সাড়ে নয়টা থেকে ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা কমিশনার (সাধারণ) মানদীপ কৌর। বারনালা ও সাঙ্গরুর জেলাতেও রাত ১১টা পর্যন্ত ব্ল্যাকআউট কার্যকর থাকবে।
এমন পরিস্থিতিতে শ্রীনগরে এয়ার ডিফেন্স সিস্টেম চালু করা হয়েছে বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি জানান, পাকিস্তান ড্রোন ও বিমান হামলা শুরুর পরই শ্রীনগরে সক্রিয় করা হয়েছে ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
ভারত এমন দাবি করলেও পাকিস্তানের তরফ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। তবে দুই দেশের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরাও তর্ক যুদ্ধে মেতেছেন। পাকিস্তানের নেটাগরিকদের দাবি, ভারতীয়তা মিথ্যাচার করছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত