ভূগর্ভস্থ হতে পানি উত্তোলন : আন্দোলনের মুখে পানির প্লান্ট সাময়িক বন্ধ রেখেছে অমৃত গ্রুপ


মামুনুর রশীদ নোমানী,বরিশাল : বাবুগঞ্জে ৯ গ্রামে পানির হাহাকার।চারদিকে ক্ষোভ ।অবশেষে স্থানীয়দের আন্দোলনের মুখে অমৃত পানির প্লান্ট সাময়িক বন্ধ রেখেছে অমৃত গ্রুপ।১১ মে ১১ টা ১৫ মিনিটের সময় কল দিয়ে অমৃত পানি কোম্পানীর প্রোডাক্টশন ম্যানেজার বিজয় কৃষ্ণ ঘোষ এ তথ্য নিশ্চিত করেন এ্যাডভোকেট মোঃ মাসুদ হাওলাদারকে।
এদিকে,এ্যাড.মাসুদ হাওলাদার এক বিবৃতিতে বাবুগঞ্জের ৯টি গ্রামে পানি সংকট সমস্যায় যারা আন্দোলনে সহযোগিতা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানান ।তিনি বলেন,আন্দোলনের আগেই উচিৎ ছিল সংকট সমাধানের জন্য অমৃত গ্রুপকে এগিয়ে আসার।তিনি স্থায়ী ভাবে ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলন বন্ধের দাবী জানান।তিনি এও বলেন যদি আবারো অমৃত গ্রুপ হটকারি কোন সিদ্ধান্ত নিলে কঠোর আন্দোলন করা হবে।
আরও পড়ুন:
বরিশালে অমৃত গ্রুপের সাথে বাবুগঞ্জের ৯ গ্রামের প্রতিনিধি দলের বৈঠক
বরিশালে অমৃত গ্রুপের বিরুদ্ধে মানববন্ধন,নলকূপে উঠছেনা পানি- দুর্ভোগ চরমে
বরিশালের কয়েক গ্রামে নলকূপে উঠছেনা পানি, দুর্ভোগ চরমে
ভূগর্ভস্থ হতে পানি উত্তোলন করে অমৃত পানি ব্যবসার কারনে বাবুগঞ্জের ৯ গ্রামে গভীর নলকুপ থেকে পানি না ওঠার কারনে স্থানীয় লোকজন জেলা প্রশাসক বরাবরে আবেদন ও ঢাকা -বরিশাল মহাসড়কে মানববন্ধন কর্মসুচী পালন করে।এর পরেই নড়েচড়ে বসে অমৃত পানি কোম্পানী যোগমায়া ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের শীর্ষ কর্তারা।
৫ মে ২০২৫ তারিখ যোগমায়া ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অমৃত গ্রুপের পক্ষ থেকে ভানু লাল দে ও ডাইরেক্টর রাহুল দে এর নেতৃত্বে বাবুগঞ্জের ২০ জনের একটি প্রতিনিধি দলের সাথে নগরীর নতুন বাজার এলাকায় বৈঠক করেন।এতে নেতৃত্ব দেন ক্ষতিগ্রস্থ এলাকবাসীর পক্ষ থেকে এডভোকেট এইচ এম মাসুদ হাওলাদার।
সভায় অমৃত গ্রুপের শীর্ষ কর্তারা এলাকাবাসীর অভিযোগ শুনে আগামী ৯ মে ২৫ তারিখের মধ্যে তারা ভূগর্ভস্থ হতে পানি উত্তোলন বন্ধের ব্যাপারে স্বিদ্ধান্ত জানাবে।
বরিশালে ভূগর্ভস্থ পানি উত্তোলন করে বাজারজাত করায় অমৃত গ্রুপের বিরুদ্ধে বরিশাল জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেয়া হয় গত ২১ এপ্রিল। আবেদনে উল্লেখ করা হয়েছে , অমৃত গ্রুপ অব কোম্পানি বিগত এক বছরের বেশি সময় ধরে নদী বা সমুদ্রের পানি রিফাইন না করে ভূগর্ভস্থ পানীয় জল অবৈধভাবে উত্তোলন করে বরিশাল সহ দেশের সর্বত্র বাজারজাত করছে। যার ফলে পার্শ্ববর্তী হিজলা, ছাতিয়া, রহমতপুর, মেথিয়া, চাঁদপাশা, ক্যাডেট কলেজ, মাধবপাশা, পাংশা, গড়িয়ার পাড় সহ আশেপাশের এলাকার তীব্র পানীয়জলের সংকট দেখা দিয়েছে। গভীর নলকূপে প্রায় সময়েই পানি থাকে না, মাঝে মাঝে ভোর রাতে দিকে কিছুটা পানি পাওয়া যায়।
প্যাকেজজাত পানির প্রস্তুতকারক ‘যোগমায়া ফুড অ্যান্ড বেভারেজ লি. নামক প্রতিষ্ঠানটির কারণে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার অনেক বসতবাড়ির টিউবওয়েল ও মর্টার লাইনে প্রায় এক বছর ধরে পানি উঠছেনা। রাত গভীর হলে কিছু পানি উত্তোলন করা সম্ভব হয়। সুপেয় পানির তীব্র সংকটের দুর্ভোগে পড়েছে শত শত পরিবার।
একাধিক বাসিন্দা বলেন- শুষ্ক মৌসুমের সময় বরিশাল সহ দেশের সকল স্থানে ভূগর্ভস্থের সুপেয় পানির সংকট দেখা দেয়। এই সময়ে ভূগর্ভস্থের পানি উঠিয়ে বাজারজাত করলে সংকট আরো বাড়বে এটা স্বাভাবিক। অথচ ৫ কিলোমিটার দূরে নদী থাকলেও সেখান থেকে পানি উত্তোলন ও রিফাইন্ড করে বাজারজাত করলে উদ্বুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হতো না।
মাধবপাশা ইউনিয়ন পরিষদের সদস্য ফাতেমা আক্তার লিপি বলেন, এক বছর আগে এ এলাকায় ভূগর্ভস্থ পানির কোন সমস্যা ছিল না।
কলস গ্রামের বাসিন্দা কাজী মিজান জানান, আমরা অমৃত লাল দে প্রতিষ্ঠানটির কারণে গত এক বছর ধরে গভীর নলকূপে পানি উঠছে না। তারা নিয়ম বহির্ভূতভাবে ভূগর্ভ থেকে পানি উত্তোলন করে অমৃত নামে মিনারেল ওয়াটার বিক্রি করছে। এতে মাধবপাশা ও রহমতপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানির তীব্র সংকটে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নিলে এলাকাবাসী প্রতিবাদ কর্মসূচি পালন করবেন বলে জানান তিনি।
পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, “আমরা নিয়মিত পানি উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণের বিষয়গুলো মনিটার করি। এই অভিযোগের বিষয়েও দ্রুত তদন্ত করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
জেলা প্রশাসক বরাবরে আবেদনের পরেও কোন ব্যবস্থা না নেয়ায় ঐ এলাকার লোকজন গত ২৮ এপ্রিল’ ২০২৫ তারিখ বরিশাল -ঢাকা মহাসড়কের সাতমাইল এলাকায় মানববন্ধন করেছে স্থানীয়রা।
সাধারণ জনগণের আয়োজনে শতাধিক মানুষ এতে অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে অবিলম্বে অমৃত গ্রুপের অবৈধ পানি উত্তোলন বন্ধের দাবি জানানো হয়।
এদিকে যোগমায়া ফুড অ্যান্ড বেভারেজ লি. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন লিমায় যে তথ্য দিয়েছে তা অসত্য বলে জানিয়েছেন এলাকাবাসী।লিমায় যোগমায়া ফুড অ্যান্ড বেভারেজ লি. মোট মাত্র ১২ জন্য শ্রমিকের তথ্য দিয়েছে যা বাস্তবের সাথে মিল নেই।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।