বাংলাদেশ ঢাকা

ফ্যাসিস্টের দোসর বেপরোয়া ঢাকার ৫০ থানার ওসিরা স্বাভাবিক পদায়নে

pic 22 68227b5019bd0
print news

ইত্তেহাদ নিউজ,ঢাকা : জুলাই আন্দোলনের সেই রক্তাক্ত দিনগুলোতে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে খুশি রাখতে ঢাকার ৫০ থানার ওসিরা ভয়ানক রকমের বেপরোয়া ছিলেন। ফ্যাসিস্টের দোসর হিসাবে তারা নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি চালায়। শত শত মায়ের বুক খালি করে। জুলাইয়ের রক্তের দাগ নিয়ে সেই ওসিদের অনেকেই এখনো বেশ ভালোভাবেই আছেন। পুলিশের বিভিন্ন বিভাগে কর্মরত আছেন। এ নিয়ে ক্ষোভ রয়েছে আন্দোলনকারী ছাত্র-জনতার মাঝে।

তারা বলেছেন, জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলোতে যেসব পুলিশ কর্মকর্তা ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষমতা টিকিয়ে রাখতে নির্বিচারে নিরীহ ছাত্র-জনতাকে হত্যা করেছেন তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারা এখনো কীভাবে বহাল আছেন-এমন প্রশ্ন তুলে আন্দোলনে যুক্ত একজন ছাত্র বলেন, তাদের পুলিশ বিভাগ থেকে সরিয়ে আইনগত ব্যবস্থা নিতে হবে।

পুলিশের আইজি বাহারুল আলম বলেন, জুলাই বিপ্লবের ঘটনায় অনেক মামলা হয়েছে। মামলাগুলোতে আসামি অনেক। এসব মামলা আমরা পর্যালোচনা করছি। যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। কেউ জড়িত না থাকলে শুধু পুলিশ হওয়ার কারণে যেন হয়রানির শিকার না হন সে বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। যেসব ওসির বিরুদ্ধে এ পর্যন্ত সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে তাদের বিষয়ে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গেছে, আন্দোলন চলাকালীন ডিএমপির ৫০ থানায় দায়িত্ব পালন করেছেন ৫৮ জন ওসি। কালো তালিকায় থাকা এই ৫৮ ওসির মধ্যে মাত্র ১০ জনকে শাস্তির মুখোমুখি হতে হয়। এদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আছেন চারজন। বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে দুজনকে। আর সংযুক্ত আছেন একজন।

খোঁজ নিয়ে জানা গেছে, আবু সাঈদ আল মামুন উত্তরখান থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন ২০২৩ সালের ৭ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৪ আগস্ট পর্যন্ত। তিনি চট্টগ্রাম রেঞ্জ অফিসে স্বাভাবিক পদায়নে আছেন। ২০২৩ সালের ৭ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৯ আগস্ট পর্যন্ত ক্যান্টনমেন্ট থানার ওসি হিসাবে দায়িত্ব পালনকারী শাহীনুর রহমান এখন লালমনিরহাট পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত। বনানী থানার তৎকালীন ওসি কাজী শাহান হক আছেন রংপুর পুলিশ সুপারের কার্যালয়ে। আমিনুল বাশার ২০২৪ সালের ২ এপ্রিল থেকে ৩০ জুলাই পর্যন্ত দক্ষিণখান থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন। এখন তিনি শিল্প পুলিশ চট্টগ্রামে দায়িত্ব পালন করছেন। শেখ সাদিক তুরাগ থানায় ওসি হিসাবে দায়িত্ব পালন করেন ২০২৪ সালের ৭ এপ্রিল থেকে ৩ আগস্ট পর্যন্ত। তিনি বতর্মানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সিলেটে কর্মরত আছেন। হুমায়ুন কবির খিলক্ষেত থানার ওসি ছিলেন ২০২৪ সালের ২ এপ্রিল থেকে ২২ জুলাই পর্যন্ত। তিনি এখনো বহাল আছেন ট্যুরিস্ট পুলিশ হেড অফিসে। তিনি বেশ ভালো আছেন বলে যুগান্তরকে জানান। শেখ শাহানুর রহমান খিলক্ষেত থানার ওসি ছিলেন ২০২৪ সালের ২২ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত। তিনি খাগড়াছড়ি ট্রেনিং সেন্টারে নরমাল পোস্টিংয়ে আছেন। কোনো ধরনের ঝামেলায় পড়তে হয়নি তাকে। বাড্ডা থানার তৎকালীন ওসি মোহাম্মদ ইয়াসীন গাজী আছেন কক্সবাজার এপিবিএনে। ইয়াসিন গাজীর পর বাড্ডা থানার ওসি হিসাবে দায়িত্ব পাওয়া মোহাম্মদ আবু ছালাম মিয়া এখন এপিবিএন খাগড়াছড়িতে কর্মরত। নিউ মার্কেট থানার তৎকালীন ওসি আমিনুল ইসলাম কর্মরত আছেন শিল্প পুলিশ গাজীপুরে। হাজারীবাগ থনার ওই সময়ের ওসি নূর মোহাম্মদ আছেন বান্দারবান জেলা পুলিশে। লালবাগ থানার তৎকালীন ওসি খন্দকার হেলাল উদ্দিন আছেন এপিবিএন-এ। চকবাজারের ওসি কাজী শাহীদুজ্জামান আছেন রংপুর জেলা পুলিশে। শাহবাগের তৎকালীন ওসি মোস্তাজিরুর রহমান আছেন বরিশাল ট্রেনিং সেন্টারে। কলাবাগান থানার ওই সময়ের ওসি মফিজুল আলম এখন খাগড়াছড়ি ট্রেনিং সেন্টারে কর্মরত। রমনা মডেল থানার উৎপল বড়ুয়া আছেন কুষ্টিয়া জেলা পুলিশে। ২০২৪ সালের ৩০ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত ধানমন্ডি থানার ওসি হিসাবে দায়িত্ব পালনকারী এমরানুল হক স্বাভাবিক পদায়নে আছেন নোয়াখালী ট্রেনিং সেন্টারে। সূত্রাপুরের তৎকালীন ওসি মাসুদ আল খুলনা রেঞ্জে এরং কোতোয়ালির মাহফুজুর রহমান মিয়া নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত। কামরাঙ্গীরচরের ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম আছেন ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে। সাইফুল ইসলামের পর কামরাঙ্গীরচর থানার ওসি হিসাবে দায়িত্ব পাওয়া শাকের মোহাম্মদ যুবায়ের এখন আছেন ময়মনসিংহ ট্রেনিং সেন্টারে। বংশাল থানার তৎকালীন ওসি মইনুল ইসলাম আছেন সিলেট রেঞ্জে। ২০২৪ সালের ২৬ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত বংশাল থানায় ওসি হিসাবে দায়িত্ব পালনকারী এসএম আবু ফরহাদ আছেন কক্সবাজার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে। পিরোজপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে আছেন মতিঝিলের তৎকালীন ওসি আবুল কালাম। শাহজাহানপুরের সুজিত কামার সাহা নীলফামামী ট্রেনিং সেন্টার, খিলগাঁওয়ের সালাহ উদ্দীন মিয়া এপিবিএন-১৮, পল্টনের মনির হোসেন মোল্লা সুনামগঞ্জ জেলা পুলিশ, সবুজবাগের প্রলয় কুমার সাহা খুলনা ট্রেনিং সেন্টার এবং মুগদার আবু আনছার জামালপুর এখন ট্রেনিং সেন্টারে কর্মরত। ২০২৪ সালের ৩০ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত রামপুরা থানায় দায়িত্ব পালন করা ওসি রিজাউল হক আছেন সিলেট ট্রেনিং সেন্টারে। রামপুরা থানায় ২০২৩ সালের ২ নভেম্বর থেকে ২০২৪ সালের ২৯ জুলাই পর্যন্ত ওসি হিসাবে দায়িত্ব পালন করেন মশিউর রহমান। সেপ্টেম্বর থেকে পুলিশ একাডেমি সারদায় কর্মরত। ডেমরার মোহাম্মদ জহিরুল ইসলাম কর্মরত আছেন এপিবিএন খাগড়াছড়িতে। কদমতলীর কাজী আবুল কালাম খাগড়াছড়ি এপিবিএন, গেণ্ডারিয়ার মোস্তাফিজুর রহমান ট্যুরিস্ট পুলিশ, শ্যামপুরের আতিকুর রহমান গাইবান্ধা এসপি অফিস, ওয়ারীর জানে আলম মুনশী এপিবিএন-১৪, রূপনগরের আব্দুল মজিদ বরিশাল ট্রেনিং সেন্টার এবং ভাষানটেকের নাসির উদ্দিন এপিবিএন-৫ ঢাকায় কর্মরত। শাহআলী থানার ওই সময়ের ওসি তারিকুজ্জামান রাজশাহী ট্রেনিং সেন্টারে, আদাবরের মাহাবুবর রহমান গাইবান্ধা পুলিশ ট্রেনিং সেন্টার, তেজগাঁওয়ের মোহাম্মদ মহসীন সুনামগঞ্জ পুলিশ ট্রেনিং সেন্টার এবং কাফরুলের ফারুকুল আলম শিল্প পুলিশ খুলনায় কর্মরত। দারুস সালাম থানায় ২০২৪ সালের ৯ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত ওসি হিসাবে দায়িত্ব পালনকারী সিদ্দিকুর রহমান ট্যুরিস্ট পুলিশ ঢাকা অঞ্চলে এবং একই থানায় ২০২৪ সালের ২৩ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত দায়িত্ব পালনকারী কামরুল ইসলাম এপিবিএন বরিশালে কর্মরত। হাতিরঝিল থানার তৎকালীন ওসি শাহ মো. আওলাদ হোসেন ঢাকার বাইরে একটি ট্রেনিং সেন্টারে কর্মরত আছেন বলে জানা গেছে।

হাতেগোনা কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা, কয়েকজন আছেন পলাতক : মোহাম্মদ ইয়াসির আরাফাত খান ২০২৩ সালের ১৩ নভেম্বর থেকে ২০২৪ সালের ১৯ আগস্ট পর্যন্ত মতিঝিল থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন। ইতোমধ্যে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২০২৩ সালের ৭ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১ আগস্ট পর্যন্ত উত্তরা পূর্ব থানার ওসি ছিলেন মজিবুর রহমান। হত্যা মামলায় গ্রেফতার হয়ে তিনি এখন জেলে আছেন। ২০২৪ সালের ১ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত উত্তরা পূর্ব থানার ওসি ছিলেন শাহ আলম। ছাত্র-জনতা হত্যার মামলায় জানুয়ারিতে তাকে গ্রেফতার করে ওই থানায় নেওয়া হয়। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তিনি থানা থেকে পালিয়ে যান। ২০২৪ সালের ৩ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত তুরাগ থানার ওসি হিসাবে দায়িত্বপালনকারী আনিচুর রহমান মোল্লাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। কাজী মাইনুল ইসলাম ২০২৩ সালের১৫ অক্টোবর থেকে ২০২৪ সালের ১৩ আগস্ট পর্যন্ত ভাটারা থানার দায়িত্বে ছিলেন। পরে তাকে নেত্রকোনা পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়। সেখান থেকে চলে যান আত্মগোপনে। পুলিশ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম গুলশানের ওসি ছিলেন ২০২৩ সালের ৭ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৩ আগস্ট পর্যন্ত। পরে তাকে খাগড়াছড়ি বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়। সেখান থেকে ১৮ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করা হয়। ২০২৪ সালের ২৩ এপ্রিল থেকে ২০২৪ সালের ১৮ আগস্ট পর্যন্ত যাত্রাবাড়ী থানার ওসি ছিলেন আবুল হাসান। তিনি এখন জেলে আছেন। মিরপুর মডেল থানার তৎকালীন ওসি মুন্সী ছাব্বীর আহম্মদ এবং পল্লবীর অপূর্ব হাসান পলাতক অবস্থায় আছেন।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.