বাংলাদেশ ঢাকা

সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম গ্রেপ্তার

1747074005 34df9b73ce6f07121db4
print news

ইত্তেহাদ নিউজ,ঢাকা :  মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি। আজ সোমবার (১২ মে) ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তথ্য নিশ্চিত করেন।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম  বলেন , ধানমন্ডি স্টার কাবাবের পেছনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম। সেখান থেকে রাত পৌনে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।জানা গেছে, সংগীতশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক হত্যা মামলার অভিযোগ রয়েছে। এসব মামলায় আগামীকাল মঙ্গলবার তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করবে পুলিশ।

প্রসঙ্গত, এক সময় ‘লোকগানের রানি’ খ্যাত এই শিল্পী আওয়ামী লীগের হয়ে রাজনীতিতে সরব ভূমিকা রাখেন। ২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন মমতাজ।

পরবর্তীতে ২০১৪ সালে সরাসরি ভোটে মানিকগঞ্জ-২ আসনে জয়ী হয়ে সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন তিনি। তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত হেরে যান স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের (টুলু) কাছে।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.