বাকেরগঞ্জে নবীজিকে নিয়ে কটুক্তি করায় সৌরভ দত্ত গ্রেফতার


বরিশাল অফিস : বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের বেবাজ গ্রামের শ্রী দেবু দত্তেরর ছেলে শ্রী সৌরভ দত্ত সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করে ফেসবুকে পোস্ট দিয়েছে। এ ব্যাপারে ছাত্র জনতা ইসলামী আন্দোলন প্রতিবাদী মুসলমানরা প্রতিবাদ করছে।বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ পুলিশ সুপারের সাথে যোগাযোগ করে যথা নিয়মে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ সুপার সাংবাদিকদের জানান,তাকে গ্রেফতার করা হয়েছে বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে । তাকে জেল হাজতে প্রেরণ করা হবে। অপরদিকে ছাত্র-জনতা একযোগ হয়ে সকাল সাতটার দিকে থানার অভিমুখে মিছিল সহকারে জড়ো হয়। বরিশাল বাকেরগঞ্জ সদর সার্কেল এএসপি ছাত্র জনতাকে আশ্বস্ত করার পরে তারা থানার সামনে থেকে মিছিল সহকারে চলে যান, পরবর্তীতে বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড কলেজের সামনে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেন। ,বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হাওলাদ,, প্রশাসনের উপরস্থ কর্মকর্তারা আন্দোলনকারী ছাত্রদের দাবি মেনে নেওয়ার পরে তারা রাস্তার অবরোধ ছেড়ে দেন । ছাত্র জনতারা প্রশাসনের দৃষ্টি কামনা করেন সত্যিকারে যে প্রকৃত দোষী তাকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
বাকেরগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস দেয়ার অভিযোগ উঠেছে সৌরভ দত্ত নামের এক যুবকের বিরুদ্ধে।উপজেলার কলসকাঠি ইউনিয়নের বেবাজ গ্রামের দেবুদত্তেরর ছেলে সৌরভ দত্ত।
১৬ মে (শুক্রবার) বিকেলে সৌরভ লিও নামের একটি ফেসবুক আইডি থেকে হযরত মুহাম্মদ( সাঃ) কে আপত্তিকর মন্তব্য করে ফেসবুকে পোস্ট করে। যে ফেসবুক আইডিতে সৌরভ দত্তের প্রোফাইলের ছবি রয়েছে। এতে কলসকাঠি এলাকায় মুসলমানদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অনেকে কটুক্তির বিষয়ে সামাজিক যোগাযোগ ফেসবুকে পোস্ট করে বরিশাল জেলা প্রশাসক,পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জ এর দৃষ্টি আকর্ষণ করছে সৌরভ দত্তকে গ্রেফতারের দাবিতে।
স্থানীয়রা জানায়, সৌরভ দত্ত তার ব্যক্তিগত ব্যবহৃত ফেসবুক সৌরভ লিও নামের আইডি দিয়ে নিয়মিত ইসলামবিরোধী বিভিন্ন লেখা ও ভিডিও শেয়ার এবং লেখা স্ট্যাটাস দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে সৌরভ দত্ত তার ফেসবুক আইডি থেকে নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দিয়েছে যাহা এখন এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।