মংলা থানার ওসি মোঃ আনিসুর রহমানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ


ইত্তেহাদ নিউজ,বাগেরহাট : বিগত ৫ই আগস্টের পর দেশের প্রশাসনের পরিবর্তন আসলেও পরিবর্তন হয়নি বাগেরহাট জেলার মংলা থানার ওসি মোঃ আনিসুর রহমানের। মাদক, দুর্নীতি, আওয়ামীলীগের পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ।
বিগত স্বৈরাচারী সরকারের স্বৈরশাসক কায়েম করে এই পুলিশ কর্মকর্তা, বর্তমানে মংলা থানায় তার দুর্নীতির রাজত্ব কায়েম করে চলেছেন । ডেভিল হান্ট অপারেশনে নাম মাত্র দুই একজনকে আইনের আওতায় আনেন বাকি আওয়ামী লীগের বড় নেতাদের তার ছায়ায় রেখেছেন এমনটাই অভিযোগ এলাকাবাসীর।
এক ভুক্তভোগী বলেন সাধারণ মানুষের সুবিচার পাওয়া যায় না মংলা থানায়। আর একজন ভুক্তভোগী তিতুমীর চোকদার বলেন পহেলা মে সকাল আমার ওপর অতর্কিত হামলা হলে থানায় গিয়ে মামলা করার জন্য অনুরোধ করি। একপর্যায়ে থানার ওসি সাহেব মামলা নিতে আশ্বস্ত করেন এবং ০৪/০৫/২০২৫ ইং বিলম্ব করে অভিযোগ গ্রহণ করেন।জিডি ট্রাকিং নং UB07XQ জিডি নং ১৮০ এ পর্যন্ত হন্যে হয়ে থানায় ঘুরলেও এর প্রতিকার মেলেনি।
এ বিষয়ে তথ্য অনুসন্ধানের জন্য মংলা থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমানকে তার মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি । থানা থেকে কোন তথ্য না পাওয়া গেলে পরবর্তীতে কোটের শরণাপন্ন হয়ে জিডির বিষয় জানতে চাইলে দায়িত্বরত কর্মকর্তা বলেন আমাদের এখানে মংলা থানার ১৮০ নং জিডি এখন পর্যন্ত এসে পৌঁছায়নি।
পরবর্তীতে তদন্ত কর্মকর্তা এস আই শেখ আরিফুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করে জানতে চাইলে বলেন। এরকম একটা জিডি হয়েছে আমার কাছে আছে । বিলম্ব হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন ওসি সাহেব নির্দেশ না দেওয়া পর্যন্ত আমি কোন কিছুই করতে পারবো না বলে ফোনটি রেখে দেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।