বরিশালে বিআরটিসির নির্যাতিত দু’শ্রমিক নিরাপত্তাহীনতায় ও আতংকে,ফের হামলার আশংকা,ব্যবস্থা নেয়নি পুলিশ


বরিশাল অফিস : বরিশাল -খুলনা ভায়া পয়সারহাট রুটে চলচলরত বিআরটিসির ড্রাইভার তৌহিদ ও সুপারভাইজার কামালকে বরিশাল জেলা বাস মালিক গ্রুপ এর নথুল্লাবাদস্থ অফিসে ধরে নিয়ে লোহার রড দিয়ে ব্যাপক নির্যাতন করে। এ ঘটনায় নির্যাতিত মোঃ তৌহিদ আলী বিমানবন্দর থানায় লিখিত অভিযোগ দিলেও থানা পুলিশ কোন ব্যবস্থা গ্রহন করেনি।
১৬ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে বিআরটিসির স্টাফকে জেলা বাস মালিক গ্রুপ এর নথুল্লাবাদস্থ অফিসে লোহার রড দিয়ে পিটাচ্ছে।
গুরুতর আহতবস্থায় বিআরটিসির স্টাফ ড্রাইভার তৌহিদ ও সুপারভাইজার কামালকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ দুজনকে নির্যাতনের ঘটনায় ১৬ মে রাতে বিমানবন্দর থানায় তৌহিদ লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করেন,নথুল্লাবাদ বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ ডালিম ও অজ্ঞাতনামা দশ বারোজন ১৬ মে রাত ৮টার সময় আমাকে (তৌহিদ) ও সুপারভাইজার কামালকে পরিবেশ অধিদপ্তরের সামনে থেকে জোড় পুর্বক বাস মালিক সমিতির অফিসে নিয়ে লোহার পাইপ দিয়ে মারধর করে।এছাড়া তারা বিআরটিসির বাস ভাংচুর করার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।
বিমানবন্দর থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির সিকদার বলেন,আজ ঘটনাস্থলে যাবো। দায়ীদের আইনের আওতায় আনা হবে। তবে নির্যাতিতরা আপেক্ষ করে বলেন ১৬ মে ঘটনা ঘটলেও এখন পর্যন্ত পুলিশ দৃশ্যমান কোন ব্যবস্থা না নেয়ায় আমরা নিরাপত্তাহীনতায় ও আতংকে ভুগছি।যে কোন সময় তারা আবারো হামলা করতে পারে।
আরও পড়ুন:
বরিশালে আয়না ঘরের সন্ধান লাভ! দুজনকে উদ্ধার,হাসপাতালে ভর্তি
হামলাকারী ও নির্দেশদাতা সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী করেছে ভুক্তভুগীরা। এ ঘটনায় বিআরটিসির নির্যাতিত শ্রমিকরা বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃংখলায় নিয়োজিত বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট দফতরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য,বরিশাল খুলনা ভায়া পয়সারহাট রুটে বিআরটিসির বাস চলাচল করে ২৫ বছর। সম্প্রতি বরিশাল বাস মালিক সমিতি নথুল্লাবাদের নেতারা বিআরটিসির সকাল পৌনে সাতটা ও সকাল ১১ টায় চলাচলরত ঐ রুটের বিআরটিসির বাস চলাচল বন্ধ করে দেয়।১২ দিন বন্ধ থাকার পরে গত ১৪ মে থেকে দুপক্ষের আলোচনা শেষে ফের বাস চলাচল শুরু হয়।
১৬ মে শুক্রবার সকালের ও বিকেলে ফেরৎ আসা বিআরটিসির ড্রাইভার তৌহিদ ও সুপারভাইজার কামালকে নথুল্লাবাদস্থ বাস মালিক সমিতির অফিসে নিয়ে রাত ৮টার দিকে সমিতির নেতাদের নির্দেশে বাস মালিক ডালিমের নেতৃত্বে একদল লোক মারপিট করে। এ সময় বিআরটিসি ডিপোতে আতংক ছড়িয়ে পরে।ভুক্তভুগীরা জানান,বিআরটিসির দুজনকেই এলোপাতাড়ি ভাবে লোহার রড দিয়ে মারধর করে আহত করেছে।
আহত দুজন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এব্যাপারে বিআরটিসির ম্যানেজার জামিল বলেন,আহত ড্রাইভার তৌহিদ থানায় লিখিত অভিযোগ দিয়েছে।আমি ঢাকায়।বরিশালে গিয়ে বিস্তারিত জানাতে পারবো। এদিকে বরিশাল জেলা বাস মালিক গ্রুপ স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ শিরোনামে একটি বিজ্ঞাপন দিয়ে জানান,বরিশাল বাস মালিক সমিতি নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়ে তা বিভ্রান্তকর।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়