বাংলাদেশ বরিশাল

বরিশাল সিটি করপোরেশনের কর্মচারীদের নেতৃত্বে জমি দখলের চেষ্টা

WhatsApp Image 2025 05 22 at 01.50.10 f6b73ffb
print news

বরিশাল অফিস বরিশাল নগরীর কাউনিয়া প্রধান সড়ক এলাকায় তালুকদার বাড়ির জমি দখল করতে জামির মালিককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ভুয়া দলিল করে সিটি কর্পোরেশনের বিদ্যুত বিভাগের কর্মচারী শফিক ও আলামিন এবং তাদের সাথে যুক্ত করা হয়েছে সরকারি বরিশাল কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি রফিকুল ইসলাম শাহিনকেও (ভিপি শাহিন)। শাহিনের বিএনপি ও অঙ্গ সংগঠনে কোন পদ পদবী না থাকলেও সাবেক ছাত্রদল নেতা হিসেবে নিজেকে জাহির করে ওই জমিতে হানা দেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে তিনিও ভুয়া দলিল করে সেখানে গিয়েছিলেন জমি দখল করতে। তবে মহানগর বিএনপির দাবি অনৈতিক কর্মকান্ড এর দায়ভার বিএনপির নয়, যে করবে তার ব্যক্তিগত।
জমির মালিক তানজিল রহমান বলেন, ১৯৫৬ সালে তার দাদা শামসুদ্দিন তালুকদার নিলাম খরিদের মাধ্যমে ৩৮ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে ওই জমি তার ওয়ারিশ তানজিল রহমানকে দান করে দেন। সেই সূত্রে তানজিল রহমান জমির মালিক। সেখানে তানজিলের পরিবারসহ আরো ২টি পরিবারের হাটাচলার জন্য ৯ফুট প্রশস্থ সড়ক ছেড়ে দেন। ৭০ বছর ধরে তাদের দেয়া সড়ক দিয়ে চলাচল করছে। এর মধ্যে সিটি কর্পোরেশনের বিদ্যুত বিভাগের কর্মচারী শফিক ও আলামিন ভূয়া দলিল করে সেখানে জমি দাবি করে। এ নিয়ে বর্তমানে মামলা চলমান রয়েছে। মামলায় কোনভাবে জিততে পারবে না বুঝে তারা ভিপি শাহিনকে সঙ্গে নিয়ে ভুয়া দলিল করিয়ে জমির মালিকানা দাবি করে। জমি দখল করতে আকস্মিক গত মঙ্গলবার সন্ধ্যায় সিটি কর্পোরেশন থেকে নোটিশ দেয়া হয় । এতে বলা হয় ‘বুধবার জমি মেপে সড়কের জায়গা বের করা হবে। সন্ধ্যায় নোটিশ আসায় তা গ্রহণ করেননি তানজিল। পরবর্তীতে বুধবার সকালে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করতে যান তানজিল। এ সময় খবর পান তার জমিতে থাকা দেয়াল এবং বেড়া ভাংচুর করছে ভিপি শাহিন এবং সিটি কর্পোরেশনের শফিক, আলামিন ও নূর খান। দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে সকলে একত্রিত হয়ে তানজিলকে মারধর শুরু করেন। এ সময় তার জমির মধ্যে তাদের জমি আছে বলে দাবি করা হয়। এমনকি সার্ভেয়ার দিয়েও মাপ করা হচ্ছিল। ভিপি শাহিন তানজিলকে নানা ধরনের হুমকি-ধামকি দেন।

এ ব্যাপারে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, সিটি কর্পোরেশনের কেউ যদি জমির মালিককে মারধর করে আর জমির মালিক সে বিষয়ে লিখিত অভিযোগ দেয় তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আমাদের দায়িত্ব হচ্ছে অভিযোগ পেলে জমি মেপে মালিককে বুঝিয়ে দেয়া এবং সিটি কর্পোরেশনের জমি উদ্ধার করা। সেখানে জমির মালিককে মারধর করবে সিটি কর্পোরেশনের লোকজন তা কোনভাবে মেনে নেয়া হবে না।
মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, দলের নাম ভাঙ্গিয়ে কেউ যদি অনৈতিক কর্মকান্ড করে তার দায়িত্ব দল নেবে না। যে ব্যক্তি করেছে সেটা তার দায়িত্ব। আর যার কথা বলছেন তার তো দলে কোন পদে নেই। এখানে দলের নাম ভাঙ্গানোর বিষয়টি আসে না। প্রয়োজন বোধে তারা আইনের আশ্রয় নিতে পারেন। তবে অভিযুক্ত ভিপি শাহিন বলেন মারধরের কোন ঘটনা ঘটেনি। আমার মালিকানা জমি আমি দেখতে গিয়েছিলাম।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.