ইত্তেহাদ নিউজ,ঢাকা : দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে শনিবার , প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট দলগুলো জানিয়েছে।বৈঠক শেষে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, তারা সরকারের কাছে সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ চেয়েছেন। একইসাথে, অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষ অবস্থান থেকে কাজ করার আহ্বানও জানিয়েছেন।এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন বিএনপি রাজপথে তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে এবং সরকারের প্রতি তাদের সমর্থন অব্যাহত না রাখার ইঙ্গিতও দিচ্ছে।এদিকে, জামায়াতে ইসলামী এই বৈঠকে প্রধান উপদেষ্টাকে সংস্কার প্রক্রিয়া, জুলাই-আগস্টের গণহত্যার বিচারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার কথা জানিয়েছে।বৈঠক শেষে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, ‘যে পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা পদ ছাড়তে চেয়েছেন, আমরা তাকে সে অবস্থান থেকে সরে আসার আহবান জানিয়েছি।’ এই বৈঠক দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন কোনো সমাধানের পথ উন্মোচন করে কিনা, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত