রাজনীতি

যারা ক্ষমতায় ছিল এবং আগামীতে যারা ক্ষমতায় আসতে চাইছে তাদের ওপর দেশের জনগণ বিরক্ত

Narayanganj fb5fa59d3b82d4ab8104562e5d22db98
print news

ইত্তেহাদ নিউজ,ঢাকা :  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার বলেন, ‘আমাদের দেশের ইসলামি দলগুলো এবার ঐক্যবদ্ধ হয়ে একমতে এসেছেন। এবার ইসলামি দলগুলোর ভোটের বাক্স একটা হবে। এটা নিয়ে আমরা তৃণমূল পর্যায় থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে যাবো। এ নিয়ে কাজ করবো। আর চাঁদাবাজি, দুর্নীতিবাজদের নরক থেকে মুক্তি পেতে হলে ইসলামের বিকল্প নেই।’ বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চুনকা পাঠাগারে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংসদে ইসলামকে প্রতিষ্ঠা করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশে আগে যারা ক্ষমতায় ছিল এবং আগামীতে যারা ক্ষমতায় আসতে চাইছে তাদের ওপর দেশের জনগণ বিরক্ত। এখন শুধু একটা শক্তি মাঠে আছে, সেটার নাম হলো ইসলাম। আপনারা প্রস্তুতি নেন, বাংলাদেশের সংসদে আমরা ইসলামকে প্রতিষ্ঠা করবো।’

শরিয়াহ ভিত্তিক আইন চাই উল্লেখ করে তিনি বলেন, ‘বিগত ৫২ বছরে এ দেশের মানুষ জাতীয়তাবাদকে দেখেছে, ধর্মনিরপেক্ষতা দেখেছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দেখেছে। কিন্তু কেউ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিধা প্রতিষ্ঠা করতে পারেনি। আমাদের দেশের বিদ্যমান ব্রিটিশ প্রবর্তিত আইন দিয়ে মানুষের ন্যায়বিচার নিশ্চিত করা তো দূরের কথা এই আইন দিয়ে একটা কুকুরের ন্যায়বিচার নিশ্চিত হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। যে দেশের আইন একজন নিরীহ মানুষকে ১২ বছর, একজন রাজনীতিবিদকে ১৭ বছর এবং একজন আলেমকে ১৫ বছর কারাগারে বন্দি করে রাখে, সে আইন দিয়ে মানুষের ন্যায়বিচার হবে না। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য শরিয়াহ ভিত্তিক আইন চাই।’

খুনিদের বিচার করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জুলাই বিপ্লব এজন্য হয়নি যে, কেউ একটা নির্বাচন দিয়ে ক্ষমতায় চলে যাবে। নির্বাচন দিয়ে ক্ষমতা পরিবর্তনের জন্য বিপ্লব হয়নি। রাষ্ট্রের মৌলিক সংস্কার হতে হবে। এখন তো নির্বাচনের নামে তামাশা শুরু হয়েছে। বিশ টাকার নোটে মসজিদের ছবি বাদ দিয়ে মন্দিরের ছবি যুক্ত করে দিচ্ছে। এ সমস্ত ছাতার মাথা সংস্কার আমাদের দরকার নেই। খুনি হাসিনার বিচার এ দেশে করতে হবে। আগে শেখ হাসিনা ও খুনিদের বিচার হবে তারপর এ দেশে নির্বাচন হবে।’

অনুষ্ঠানে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুফতি আব্দুল হাকিম আদ দিফায়ীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির, মহানগর ইসলামী আন্দোলন সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদিন আহম্মেদ ও মহানগর জামায়াতের আব্দুল জব্বারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.