বাকেরগঞ্জে প্রাইমারি স্কুল সংস্কার কাজে অনিয়ম ও দুর্নীতি


ইত্তেহাদ নিউজ, বাকেরগঞ্জ: প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় বাকেরগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে সংস্কার কাজে অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। কাগজে কলমে নামমাত্র কাজ দেখিয়ে এরই মধ্যে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান টাকা তুলে নিয়েছে। নীতিমালা অনুযায়ী এ প্রকল্পের কাজ ৩০ জুনের মধ্যে সমাপ্ত করার কথা থাকলেও নির্ধারিত সময়ে বেগম জহির উদ্দিন বালিকা প্রাথমিক বিদ্যালয়ে কাজ শুরু হয়নি। আর এ অনিয়মের সঙ্গে উপজেলা শিক্ষা অফিসের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী জড়িত রয়েছেন।
জানা গেছে, ২৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২০২৩-২৪ অর্থ বছরে মাইনর (ক্ষুদ্র) মেরামতের জন্য ১৫টি বিদ্যালয়ের বিপরীতে ২ লাখ টাকা করে ৩০ লাখ টাকা বরাদ্দ দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
অনুসন্ধানে জানা গেছে, বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের এসব কাজ বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) মাধ্যমে করার কথা। কিন্তু অনেক বিদ্যালয়গুলোতে কেনাকাটা না করেই দোকান থেকে ফাঁকা ভাউচার সংগ্রহ করে। এর পর তাতে প্রাক্কলন (এস্টিমেট) অনুযায়ী লিখে বরাদ্দের টাকা তুলে নেয়।
সরেজমিন গিয়ে দেখা গেছে, গত বছরের ৩০ জুনের মধ্যে ক্ষুদ্র মেরামতের কাজ সমাপ্তির বাধ্যবাধকতা থাকলেও কাটাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রঘুনাথপুর ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের কিছু অংশে শুধু রঙের কাজ করে সংস্কার শেষ করেছে। এরই মধ্যে কাটাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাকা উত্তোলন করে নিয়েছে। অনেক বিদ্যালয়ের কাজ সমাপ্ত দেখিয়ে বরাদ্দকৃত টাকা ৩০ জুনের মধ্যে তোলা হয়েছে। কয়েকটি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ অন্য সদস্যরা বরাদ্দের কাজের ব্যাপারে জানেনই না। তবে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন একাধিক অভিভাবক। সঠিক তদন্তের মাধ্যমে এ অনিয়ম উদঘাটনের দাবি জানিয়েছে তারা। সমস্ত অভিযোগ ও অনিয়মের অভিযোগ অস্বীকার করে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ক্ষুদ্র মেরামতের বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে খরচ করা হয়েছে। অফিস খরচ বাবদ কোনো টাকা নেওয়ার বিষয়টি তার জানা নেই। তিনি আরও বলেন, যেসব বিদ্যালয়ে ক্ষুদ্র মেরামত ও বন্যায় ক্ষতিগ্রস্ত বরাদ্দের কাজ শেষ করেছে এখনো বিল নেয়নি সেসব প্রতিষ্ঠানে সরেজমিন পরিদর্শন করে বরাদ্দের টাকা দেওয়া হবে।এদিকে এই বিষয়ে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে, তথ্য সংগ্রহে বাঁধা দেন বাকেরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।